তিনজন আমাকে ধরে নিয়ে যায়: ধর্ষিত আদিবাসী নেত্রী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 00:10:43.0 BdST Updated: 2014-08-08 00:51:24.0 BdST
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষিত আদিবাসী নেত্রী তার ওপর আক্রমণের পুরো ঘটনা তুলে ধরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে। জমির দখল নিতে হামলার পর তার উপর এ নির্যাতন করা হয় বলে জানান তিনি। (ভিডিওসহ)
জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ওই নেত্রী জানান, গত ৪ অগাস্ট বেলা ১২টার দিকে গোমস্তাপুরের জিনারপুর গ্রামে নিজের ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।
হামলার মুখে নিজের শ্রমিক ও স্বজনদের চলে যেতে বলেন তিনি। তারা সবাই পালিয়ে গেলে হামলাকারীদের তিনজন তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।
বৃহস্পতিবার দেয়া ওই সাক্ষাৎকারে ধর্ষকদের নামও বলেছেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ধরা হলেও ধর্ষকদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।
(বিস্তারিত ভিডিওতে)


No comments:
Post a Comment