টাকায় ধর্ষণের মীমাংসা
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 22:19:40.0 BdST Updated: 2014-08-08 22:19:40.0 BdST
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার করে এক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে।
মেয়েটির পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার জানেরচালা এলাকায় গত বুধবার রাতে ওই তরুনী ধর্ষণের শিকার হন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় গ্রাম্য সালিশ হয়।
তবে, পুলিশকে এখনো বিষয়টি জানানো হয়নি বলে পুলিশ জানিয়েছে।

তার মেয়ে (১৬) ওই অনুষ্ঠান দেখতে যান এবং অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার পথে এলাকার বখাটে সবুজ মিয়া (২৫), মিলন হোসেন (২২), লিয়ন মিয়া (২৫), সেলিম হোসেন (২৬), মিজানুর রহমান (২৭), ও শুকুর আলী (২৮) তাকে জোরপূর্বক একটি পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করায়।
তিনি জানান, বিষয়টি নিয়ে কালিয়াকৈর থানায় মামলা করতে গেলে তাকে বাধা দিয়ে প্রভাবশালী মাতাব্বর আলমাস হোসেন ও ফরহাদ হোসেন বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর এলাকার একটি রাইস মিলে সালিশের ব্যবস্থা করেন।
ওই সালিশে ধর্ষণকারীদের এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই টাকা সালশে বসেই আদায় করা হলেও তা ধর্ষিতার পরিবারকে দেয়া হয়নি।
থানায় মামলা করতে গেলে তাদের প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয়া হচ্ছে, বলেন মেয়েটির বাবা।
সালিশের বিচারক ফরহাদ হোসেন কালিয়াকৈর উপজেলার ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, মেয়েটি খারাপ, “তবে খুব গরীব। মামলা করলে তো সে কিছু পাইবো না। তাই ৫০ হাজার টাকা জরিমানা করে স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়া হয়েছে।”
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment