গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা
>> রয়টার্স
Published: 2014-08-05 11:03:55.0 BdST Updated: 2014-08-05 11:28:52.0 BdST
গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মুখে প্রায় ১ মাস এই রক্তক্ষয়ী অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
RELATED STORIES
-
2014-08-05 10:02:02.0
ইসরায়েলি এক সেনা মুখপাত্রের বরাতে রয়টার্স বলছে, মিশরের মধ্যস্থতায় বাংলাদেশ সময় ১১টা থেকে যুদ্ধবিরতি শুরুকে সামনে রেখে ইহুদি রাষ্ট্রটি এই ঘোষণা দিয়েছে।
লেফট্যানান্ট কর্নেল পিটার লারনার সাংবাদিকদের জানান, “গাজা উপত্যকার বাইরে প্রতিরক্ষামূলক অবস্থানগুলোতে সেনারা অবস্থান করবে এবং তা বজায় রাখবে।”
মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে তিনদিনের অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইসরায়েল ও হামাস। এই অস্ত্রবিরতি শুরুর আগেই ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা জানালো।
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে চার সপ্তাহে ১ হাজার ৮৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
অন্যদিকে অভিযানে গিয়ে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ৬৪ জন।
ইসরায়েল সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে যুদ্ধবিরতির জন্য তার দেশের কয়েকজন প্রতিনিধি কায়রোতে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবেন।
ইতোমধ্যে ইসলামপন্থি সংগঠন হামাস ছাড়াও ফিলিস্তিনের কয়েকটি প্রতিনিধিদল সেখানে রয়েছেন।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির বিষয়ে ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশ মিশরকে আশ্বস্ত করেছেন।
এর আগে সোমবার সকালে ত্রাণ সরবরাহের জন্য ৭ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণার কিছুসময় পরই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হামাস-ইসরায়েল।


No comments:
Post a Comment