যুগল মৃত্যুতে ৬২ বছরের দাম্পত্যের ইতি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-05 23:36:12.0 BdST Updated: 2014-08-05 23:36:12.0 BdST
জীবনের ৬২টি বছর এক সঙ্গে কাটানো যুক্তরাষ্ট্রের একটি যুগলের স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র চার ঘণ্টার ব্যবধানে।
অন্তিম ইচ্ছায় জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছেন একই কক্ষে। ক্যান্সার আর বর্ধক্যের যন্ত্রণায় কাতর হয়েও মৃত্যুর কয়েকঘণ্টা আগে তারা শক্ত করে ধরেছিলেন একে অন্যের হাত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ড এলাকার যুগল ডন ও ম্যাক্সিন সিম্পচনের পারিবারের লোকজনের বরাত দিয়ে লস অ্যাঞ্জালস টাইমস পত্রিকা এমন প্রতিবেদন প্রকাশ করা হয়।
ডন-সিম্পচন যুগলের নাতনি মালিশা তার দাদা-দাদির এই মৃত্যুর ঘটনাটি বর্ণনা করেন স্থানীয় কেইআরও-টিভি কাছে।
বৃদ্ধা সিম্পচন ছিলেন ক্যান্সারের রোগী আর তার স্বামী ডন মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে পড়ে গিয়ে উরুর হাড় ভেঙ্গেছিলেন।
জীবনের পড়ন্ত বেলায়ও তারা এক সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। একে অন্যের চোখের আড়াল না হওয়ার ইচ্ছাকে মূল্যায়ন করেছেন স্বজনরাও।
টিভিতে প্রচারিত একটি ছবিতে দেখা যায় মৃত্যুর পরও তারা একে অন্যের হাত ধরে রেখেছেন।
সিম্পচন যখন মারা যান তখনও তার হাতটি শক্ত করে ধরে রেখেছিলেন ডন। স্বজনরা বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরে যখন দুজনের হাত আলাদা করছিলেন এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ডনের।


No comments:
Post a Comment