আফগান সেনার হামলায় মার্কিন জেনারেল নিহত
>> রয়টার্স
Published: 2014-08-06 00:59:36.0 BdST Updated: 2014-08-06 00:59:36.0 BdST
কাবুলে মেশিনগান চালিয়ে যু্ক্তরাষ্ট্রের এক জেনারেলকে হত্যা ও যৌথ বাহিনীর অপর ১৪ সদস্যকে আহত করেছেন এক আফগান সেনা।
ন্যাটো ও আফগান সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। তবে কোনো পক্ষই হতাহতদের নাম প্রকাশ করেনি।
ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স-আইএসএএফ জানায়, কাবুলে একটি ব্রিটিশ সামরিক প্রশিক্ষণ অ্যাকাডেমিতে ওই হামলা হয়।
ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানায় তারা।
জার্মানির সেনাবাহিনী জানায়, তাদের একজন জেনারেলসহ আন্তর্জাতিক বাহিনীর ১৪ জন সেনা ওই হামলায় আহত হয়েছেন।
আহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাতজন এবং যুক্তরাজ্যের পাঁচজন রয়েছেন বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘটনার নিন্দা জানিয়েছেন। তার দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার স্বার্থে বিদেশি ওই সেনা প্রতিনিধি দলটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শনে এসেছিলেন বলেও প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়।
মঙ্গলবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আজ দুপুর ১২টার দিকে সন্ত্রাসীরা সেনা পোশাক পরে এসে প্রকাশ্যে আমাদের অফিসার ও আন্তর্জাতিক সহযোগীদের ওপর গুলি চালায়। এতে অনেকে হতাহত হয়।”
যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী হালকা মেশিনগান থেকে গুলি ছোড়ে। এ ধরনের ঘটনা তাদের সহযোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। এতে আফগানিস্তানের সাড়ে তিন লাখ সেনার প্রশিক্ষণের বিষয়টিও জটিল হয়ে উঠবে।


No comments:
Post a Comment