৭২ ঘণ্টার ‘অস্ত্রবিরতিতে’ ইসরায়েল-হামাস
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-05 10:02:02.0 BdST Updated: 2014-08-05 11:33:07.0 BdST
গাজায় আবারো তিন দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। যদিও এর আগে কয়েকদফা অস্ত্রবিরতির মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটেছে।
মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে অস্ত্রবিরতির এই ঘোষণা আসে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ সোমবার গভীর রাতে জানান, মিশরের প্রস্তাবে সাড়া দিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে তারা তিন দিনের অস্ত্রবিরতিতে থাকবেন।
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে গত চার সপ্তাহে ১ হাজার ৮৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
অন্যদিকে অভিযানে গিয়ে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ৬৪ জন।
অস্ত্রবিরতিতে গেলেও হামাসের পক্ষ থেকে হামলা করা হলে ইসরায়েল জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ার করেছেন মার্ক রেগেভ।
ইসরায়েল সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে যুদ্ধবিরতির জন্য তার দেশের কয়েকজন প্রতিনিধি কায়রোতে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবেন।
ইতোমধ্যে ইসলামপন্থি সংগঠন হামাস ছাড়াও ফিলিস্তিনের কয়েকটি প্রতিনিধিদল সেখানে রয়েছেন।
ইতোমধ্যে ইসলামপন্থি সংগঠন হামাস ছাড়াও ফিলিস্তিনের কয়েকটি প্রতিনিধিদল সেখানে রয়েছেন।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানিয়েছেন, তারা শান্তি বজায় রাখতে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির বিষয়ে ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশ মিশরকে আশ্বস্ত করেছেন।
এর আগে সোমবার সকালে ত্রাণ সরবরাহের জন্য ৭ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণার কিছুসময় পরই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হামাস-ইসরায়েল।
গাজার শরণার্থী শিবিরগুলোতে সোমবার বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল তাদের স্বঘোষিত অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইসলামপন্থি দল হামাস।
অবশ্য হামাসকে পাল্টা দোষারোপ করে ইসরায়েল অভিযোগ করে, অস্ত্রবিরতি শুরুর পরই গাজা থেকে ৪টি রকেট ছোড়া হয় এবং দুটি রকেট ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে।
রোববার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরায়েল সাময়িক ওই অস্ত্রবিরতির ঘোষণা দেয়, যদিও হামাস সঙ্গে সঙ্গেই ওই ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করে।
হত্যাযজ্ঞ থেকে নজর ফেরানোর অপচেষ্টায় অবরুদ্ধ গাজার অংশ বিশেষে ইসরায়েল একতরফা এ অস্ত্রবিরতির ঘোষণা করেছে বলে সে সময় মন্তব্য করেন হামাসের মুখপাত্র শমী আবু জুহরি।


No comments:
Post a Comment