ইসরায়েলের প্রতিরক্ষায় ২২৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
>> রয়টার্স
Published: 2014-08-02 22:38:43.0 BdST Updated: 2014-08-02 22:42:41.0 BdST
গাজায় ইসরায়েলের গণবিধ্বংসী অভিযান নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যেই দেশটির প্রতিরক্ষাখাতে ২২৫ মিলিয়ন ডলার অনুদান দেয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের সর্বাধুনিক ‘আয়রন ডোম’ প্রযুক্তির জন্য শুক্রবার এই জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।
কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর ভোটাভুটিতে অনুদান দেয়ার পক্ষে ৩৯৫ ভোট পড়ে। অন্যদিকে মাত্র ৮ জন সদস্য এর বিপক্ষে ভোট দেন। অনেকটা সর্বসম্মতভাবে পাস হওয়া ওই বিলটি এখন প্রেসিডেন্ট ওবামার অনুমোদনের অপেক্ষায় আছে।
ফিলিস্তিনের গাজায় এলাকায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি সেনা অভিযানে ১৬ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে যাদের এক তৃতীয়াংশই বেসামরিক নাগরিক। এছাড়া ইসরায়েলি কামান ও বিমান থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ধ্বংস হয়েছে জাতিসংঘের শরণার্থী শিবির, মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সাধারণ মানুষের বাসস্থান।
সেনা অভিযানের জবাবে গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও ইসরায়েলের ভূখণ্ডে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রযুক্তি হামাসের অধিকাংশ রকেটই মাঝ আকাশে অকার্যকর করেছে।
হামাসের রকেট হামলায় ইসরায়েলে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির ‘আয়রন ডোম’ নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র। কয়েকদিনের যুদ্ধে শেষ হয়ে আসা আয়রন ডোমের গোলার মজুদ বাড়াতে যুক্তরাষ্ট্রের ওই বরাদ্দ করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংগঠন ও বিভিন্ন দেশের সরকার প্রধানরা গাজায় বেসামরিক নাগরিক হত্যার জন্য ইসরায়েলে নিন্দা করেছে। গণহত্যা ও বসতি ধ্বংসের জন্য ইসরায়েলে বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পরিচালক নাভি পিল্লাই।
গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা প্রেসিডেন্ট ওবামাও করেছেন। তবে সমালোচনার পাশাপাশি ইহুদি রাষ্ট্রটির ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’ বলে ওই অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন তিনি।
বৃহস্পতিবার কংগ্রেসে অভিবাসন ব্যবস্থাপনার জন্য তোলা একটি অর্থবিল রিপাবলিকানদের বিরোধীতার কারণে পাস হয়নি। তবে শুক্রবারের ওই বিলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অধিকাংশিই সমর্থন দেন।
ইসরায়েলকে অর্থ সহায়তা দেয়ার বিষয়ে যোগাযোগ করে হোয়াইট হাউসের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানায় রয়টার্স।
তবে দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা আগেও বিভিন্ন সময় ইসরায়েলের আয়রন ডোমের প্রশংসা করেছেন।
No comments:
Post a Comment