নিখোঁজ সেনা নিহত হয়েছেন : ইসরায়েল
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-03 09:54:16.0 BdST Updated: 2014-08-03 10:46:22.0 BdST
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিখোঁজ বলে কথিত তাদের এক সেনা মারা গেছেন।
লড়াই চলাকালে হাদার গোল্ডিন নামের ২৩ বছর বয়সী ওই সেনা হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন বলে ধারণা করা হয়, এই ঘটনা ঘোষিত ৭২ ঘন্টার যুদ্ধবিরতি ৯০ মিনিটে শেষ হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার জানিয়েছে, লেফটেন্যান্ট গোল্ডিন মারা গেছেন এ বিষয়ে তারা নিশ্চিত।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।
গোল্ডিনকে অপহরণের জন্য হামাসকে দায়ী করা হলেও তাকে আটকের কথা অস্বীকার করে সংগঠনটি জানিয়েছে, ওই সেনা কোথায় তা তারা জানে না।
হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেড জানিয়েছে, যে এলাকা থেকে তাদের সেনা হারিয়ে গেছে বলে ইসরায়েল দাবী করছে সেই একই এলাকায় নিজেদের কিছু যোদ্ধার সঙ্গেও বিগ্রেড যোগাযোগ হারিয়ে ফেলেছে।
ইসরায়েলি বিমান হামলায় ওই যোদ্ধারা এবং সম্ভবত লে. গোল্ডিনও নিহত হয়েছেন বলে নিজেদের ধারণার কথা জানিয়েছে বিগ্রেড।
শনিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান রাব্বি (ইহুদি ধর্মীয় ইমাম) গোল্ডিনদের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাব্বি গোল্ডিন লড়াইয়ে নিহত হয়েছেন বলে ঘোষণা করেন।
বিবিসি’র জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, ডিএনএ প্রমাণ পরীক্ষার পর গোল্ডিন নিহত হয়েছেন বলে সেনাবাহিনী সিদ্ধান্তে আসে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার জানিয়েছে, লেফটেন্যান্ট গোল্ডিন মারা গেছেন এ বিষয়ে তারা নিশ্চিত।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।
গোল্ডিনকে অপহরণের জন্য হামাসকে দায়ী করা হলেও তাকে আটকের কথা অস্বীকার করে সংগঠনটি জানিয়েছে, ওই সেনা কোথায় তা তারা জানে না।
হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেড জানিয়েছে, যে এলাকা থেকে তাদের সেনা হারিয়ে গেছে বলে ইসরায়েল দাবী করছে সেই একই এলাকায় নিজেদের কিছু যোদ্ধার সঙ্গেও বিগ্রেড যোগাযোগ হারিয়ে ফেলেছে।
ইসরায়েলি বিমান হামলায় ওই যোদ্ধারা এবং সম্ভবত লে. গোল্ডিনও নিহত হয়েছেন বলে নিজেদের ধারণার কথা জানিয়েছে বিগ্রেড।
শনিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান রাব্বি (ইহুদি ধর্মীয় ইমাম) গোল্ডিনদের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাব্বি গোল্ডিন লড়াইয়ে নিহত হয়েছেন বলে ঘোষণা করেন।
বিবিসি’র জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, ডিএনএ প্রমাণ পরীক্ষার পর গোল্ডিন নিহত হয়েছেন বলে সেনাবাহিনী সিদ্ধান্তে আসে।
অপরদিকে ৮ জুলাই ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি পক্ষে ১,৬৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের অধিকাংশ বেসামরিক মানুষ।
শনিবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু “ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত” গাজা অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন।
তিনি বলেন, “ইসরায়েলি জনগণের তাদের সঙ্গে লড়াই করার ইচ্ছা এবং দৃঢ়তা নেই বলে ফের ভুল ধারণা করছে হামাস। নিজের জনগণকে রক্ষার জন্য যা যা করা দরকার তার সব করবে ইসরায়েল এবং হামাসকে আবার সমুচিত শিক্ষা দেয়া হবে।”
ইসরায়েলে হামলার জন্য হামাসকে “সামর্থ্যের চেয়েও বেশি মূল্য” দিতে হবে বলে হুঁশিয়ার করেন নেতানিয়াহু।
হামাসের মুখাপাত্র ফাওজি বারহউম নেতানিয়াহুর হুঁশিয়ারিকে প্রত্যাখান করে “নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে” বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment