অল ইন্ডিয়া রেডিও ১০০ উপস্হাপক, উপস্হাপিকাকে
ছাঁটাই, প্রতিবাদ
আজকালের প্রতিবেদন: এফ এম রেইনবো ও এফ এম গোল্ড-এর প্রায় ১০০ উপস্হাপক, উপস্হাপিকাকে ছাঁটাইয়ের প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা৷ শুক্রবার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের সাম্মানিক সাধারণ সম্পাদক অয়ম্তিকা ঘোষ জানান, ৩৫ বছর বয়সসীমাকে মানদণ্ড করে ছাঁটাইয়ের সিদ্ধাম্ত জানিয়ে দিয়েছে প্রসারভারতী৷ তাঁর অভিযোগ, অযৌক্তিক একটা অজুহাত দেখিয়ে ১০০ জন উপস্হাপক, উপস্হাপিকার চাকরি কেড়ে নেওয়া হচ্ছে৷ এই নিয়ে আকাশবাণী কর্তৃপক্ষ বিষয়টিতে উদাসীনতা দেখান৷ এ নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (ক্যাট)-ও আপিল করা হয়েছিল৷ ক্যাটের স্হগিতাদেশের ভিত্তিতে আমরা ৮ আগস্ট পর্যম্ত সময় পেয়েছিলাম৷ আশা ছিল দীর্ঘ ১৯ বছর ধরে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, তাদের দিক থেকে একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু আকাশবাণী কর্তৃপক্ষ আমাদের বিষয়ে সম্পূর্ণ উদাসীন৷ অথচ পরীক্ষা দিয়ে এখানে চাকরি পাওয়ার পরও আমাদের পরীক্ষা দিতে হয়েছে৷ প্রমাণ দিতে হয়েছে নিজেদের কর্মযোগ্যতার৷ কিন্তু এখন সরকারি যে-সব চাকরিজীবী ওখানে উপস্হাপক হিসেবে কাজ করবেন তাঁদের বেশিরভাগেরই তো ৩৫ বছরের বেশি বয়স৷ সেক্ষেত্রে নিয়ম কি পাল্টে যায়? সংগঠনের সভাপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ছাঁটাই শুধুমাত্র কলকাতা কেন্দ্রেই হচ্ছে৷ দেশের অন্য কোনও রাজ্যে এভাবে ছাঁটাই করা হচ্ছে না৷ নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে এবার প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাব৷ কারণ এই সিদ্ধাম্তে অনেক মানুষ শুধু কাজ হারালেন তাই নয়, বহু পরিবার অচল হয়ে পড়বে৷ সংগঠনের সদস্য সুমন বন্দ্যোপাধ্যায় জানান, আজকে থেকে আমাদের লড়াই শুরু হল৷ সাংবাদিক বৈঠকে ছিলেন শোভন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, অমিতাভ ভট্টাচার্য, সোমা সরকার, ইন্দ্রাণী ভট্টাচার্য প্রমুখ৷
ছাঁটাই, প্রতিবাদ
আজকালের প্রতিবেদন: এফ এম রেইনবো ও এফ এম গোল্ড-এর প্রায় ১০০ উপস্হাপক, উপস্হাপিকাকে ছাঁটাইয়ের প্রতিবাদে সরব হল অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা৷ শুক্রবার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের সাম্মানিক সাধারণ সম্পাদক অয়ম্তিকা ঘোষ জানান, ৩৫ বছর বয়সসীমাকে মানদণ্ড করে ছাঁটাইয়ের সিদ্ধাম্ত জানিয়ে দিয়েছে প্রসারভারতী৷ তাঁর অভিযোগ, অযৌক্তিক একটা অজুহাত দেখিয়ে ১০০ জন উপস্হাপক, উপস্হাপিকার চাকরি কেড়ে নেওয়া হচ্ছে৷ এই নিয়ে আকাশবাণী কর্তৃপক্ষ বিষয়টিতে উদাসীনতা দেখান৷ এ নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (ক্যাট)-ও আপিল করা হয়েছিল৷ ক্যাটের স্হগিতাদেশের ভিত্তিতে আমরা ৮ আগস্ট পর্যম্ত সময় পেয়েছিলাম৷ আশা ছিল দীর্ঘ ১৯ বছর ধরে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, তাদের দিক থেকে একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু আকাশবাণী কর্তৃপক্ষ আমাদের বিষয়ে সম্পূর্ণ উদাসীন৷ অথচ পরীক্ষা দিয়ে এখানে চাকরি পাওয়ার পরও আমাদের পরীক্ষা দিতে হয়েছে৷ প্রমাণ দিতে হয়েছে নিজেদের কর্মযোগ্যতার৷ কিন্তু এখন সরকারি যে-সব চাকরিজীবী ওখানে উপস্হাপক হিসেবে কাজ করবেন তাঁদের বেশিরভাগেরই তো ৩৫ বছরের বেশি বয়স৷ সেক্ষেত্রে নিয়ম কি পাল্টে যায়? সংগঠনের সভাপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ছাঁটাই শুধুমাত্র কলকাতা কেন্দ্রেই হচ্ছে৷ দেশের অন্য কোনও রাজ্যে এভাবে ছাঁটাই করা হচ্ছে না৷ নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে এবার প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাব৷ কারণ এই সিদ্ধাম্তে অনেক মানুষ শুধু কাজ হারালেন তাই নয়, বহু পরিবার অচল হয়ে পড়বে৷ সংগঠনের সদস্য সুমন বন্দ্যোপাধ্যায় জানান, আজকে থেকে আমাদের লড়াই শুরু হল৷ সাংবাদিক বৈঠকে ছিলেন শোভন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, অমিতাভ ভট্টাচার্য, সোমা সরকার, ইন্দ্রাণী ভট্টাচার্য প্রমুখ৷
No comments:
Post a Comment