আলিপুর সংশোধনাগার থেকে পালাল ৩ আসামি
|
জেল সুপারসহ ৩ রক্ষীসাসপেন্ড
আজকালের প্রতিবেদন: জেলের গরাদ কেটে, পাঁচিল টপকে পালাল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের তিন আসামি৷ নিরাপত্তা রক্ষী এবং সি সি টিভি-র নজর এড়িয়ে কীভাবে জেল থেকে দুষ্কৃতীরা পালাল, তা নিয়ে তদম্ত শুরু হয়েছে৷ খবর পেয়ে সংশোধনাগার পরিদর্শনে যান কারামন্ত্রী হায়দার আজিজ সফি৷ তিনি গাফিলতির অভিযোগে সংশোধনাগারের সুপার চিত্তরঞ্জন ঘড়ুই, দুই ওয়ার্ডেন উত্তম প্রধান এবং তন্ময় কর্মকারকে সাসপেন্ড করেছেন৷ পাশাপাশি জেলের নিরাপত্তা নিয়েও রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷ আলিপুর জেলে জঙ্গিরাও রয়েছে৷ সাধারণ আসামিরাই যদি এভাবে পালিয়ে যায়, তা হলে আফতাব আনসারির মতো জঙ্গিদের কীভাবে আটকে রাখা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ জেল সূত্রে খবর, ডাকাতির অভিযোগে সাজাপ্রাপ্ত আসামি কুতুবুদ্দিন লস্কর, শামিম হাওলাদার এবং আদিম মিস্ত্রি ১৪ নম্বর ব্লকের পাঁচ নম্বর সেলে ছিল৷ নিরাপত্তারক্ষী সেলের বাইরে পাহারা দেয়৷ তার পরেও কীভাবে করাত দিয়ে লোহার রড কাটল আসামিরা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ জেলের মধ্যে একাধিক সি সি টিভি রয়েছে৷ পালানোর কোনও ছবি ধরা পড়েনি৷ ওয়াচ টাওয়ারে কর্মরত কর্মীরা কেন দুষ্কৃতীদের পাঁচিল টপকানোর বিষয়টি লক্ষ্য করলেন না, কীভাবে করাত তাদের কাছে পৌঁছল, সে বিষয়েও খোঁজ নিচ্ছেন কারামন্ত্রী৷ জানা গেছে, আদিম ডায়মন্ডহারবার জেল থেকে একবার পালিয়ে গেছিল৷ এই তিন আসামি জেলের বাইরে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখত৷ এই ঘটনার পেছনে সংশোধনাগারের ওয়ার্ডেনরা জড়িত রয়েছে বলে মনে করছেন পুলিসকর্মীরা৷ বৃহস্পতিবার রাতে নিয়ম অনুযায়ী সেলের মধ্যে তাদের ঢুকিয়ে দেওয়া হয়৷ শুক্রবার ভোরে নাকি নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন সেলে ওই তিন আসামি নেই.জানা গেছে, ওই তিন আসামি গত কয়েকদিন ধরে লোহার রড কাটছিল৷ উল্লেখ্য, কয়েকদিন আগে হ্যাপি সিং হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছিল বিভিন্ন মহল৷ হত্যাকারী কীভাবে ভারী পাথর পেয়েছিল এবং তখন নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল৷
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, August 9, 2014
আলিপুর সংশোধনাগার থেকে পালাল ৩ আসামি জেল সুপারসহ ৩ রক্ষীসাসপেন্ড
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment