Friday, August 1, 2014

আমরাই মানুষ হত্যা করছি

আমরাই মানুষ হত্যা করছি
প্রকাশ : ০২ আগস্ট, ২০১৪
গাজায় নারী ও শিশু নিহত হওয়ার প্রতিবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন আট বছরের এক শিশু। ইসরাইলকে অস্ত্র সরবরাহ করায় এ গণহত্যায় ব্রিটেনকে দায়ী করেছে ওই শিশুটি। ব্রিটিশ সাংবাদিক জন স্নোর ভিডিও থেকে গাজার শিশু হত্যার বর্ণনা শুনে ওই চিঠি লেখে শিশুটি। চিঠিতে ওই শিশুটি লিখেছে, এটা খুবই দুঃখের ব্যাপার যে গাজায় মানুষেরা আহত হচ্ছে মরে যাচ্ছে, বিশেষ করে নারী ও শিশুরা। আমি মনে করি এটা আমাদের দোষ। আমরা ইসরাইলকে অস্ত্র দিয়ে গাজার মানুষদের আমরাই হত্যা করছি। আমি তোমাকে অনুরোধ করছি তুমি সরকারের সাথে কথা বলে এই বিপর্যয় বন্ধ করার ব্যবস্থা করো।
ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর নিউজের পক্ষ থেকে জন স্নো গাজা ভ্রমণ করে যুদ্ধের আবস্থা প্রত্যক্ষ করেছেন। আল শিফা হাসপাতালে চোখের সামনে শিশুদের মরে যাওয়া ও আহত বাচ্চার আর্তচিৎকার দেখেছেন জন।
ইসরাইলি গোলা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কীভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে শিশুরা প্রাণ হারাচ্ছে তার বর্ণনা এই ভিডিওতে তুলে ধরেন তিনি। তিনি জানান, শিশুদের নিহত হওয়ার মর্মান্তিক দৃশ্য তার মনে চিরস্থায়ী দাগ ফেলেছে। চ্যানেল ফোর নিউজের ওয়েবসাইটে ভিডিওটি প্রচারিত হয়।
জন স্নোর ভিডিওটি এরই মধ্যে দশ লাখ মানুষ দেখেছেন। একজন দর্শক চ্যানেল ফোরকে জানায়, এই ভিডিও দেখার পর তার আট বছরের মেয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামোন্ডকে চিঠি লিখে তার দুশ্চিন্তার কথা জানিয়েছে।
জন স্নোর ভিডিওটি টিভি চ্যানেলে প্রচার করা হয়নি। ব্রিটিশ আইন অনুযায়ী তাতে চ্যানেলটি ঝামেলায় পড়তে পারে।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/08/02/129103#sthash.d3yOge5z.dpuf

No comments:

Post a Comment