ভারতে তসলিমাকে দীর্ঘমেয়াদী ভিসা দেয়া হবে না
ভারতে থাকার মেয়াদ অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের। ২০০৪ সাল থেকে তাঁকে এ দেশে থাকার জন্য প্রতিবছর ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ বা ‘এক্স ভিসা’ দেয়া হয়েছে। বছরের শেষে এই ভিসার রিনিউয়ালও করা হয়েছে। তাঁর বর্তমান ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ শেষ হওয়ার কথা আগামী মাসের ১৭ তারিখ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ফরেন রেজিস্ট্রেশন অফিসকে জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া স্থগিত রাখা হলো। আগের সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। আপাতত তসলিমাকে দুই মাসের জন্য অস্থায়ী ভিসা দেয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।
অর্থাৎ যদি তাঁকে ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ না দেয়া হয়, তবে ১০ অক্টোবর তাঁর ভারতে থাকার মেয়াদ শেষ। গোটা ঘটনার আকস্মিকতায় যথেষ্টই বিস্মিত লেখিকা। অগাস্টের ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে বক্তৃতা দিতে অক্সফোর্ডে থাকবেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে যাবেন সুইডেনে। সুইডেনে যাওয়ার কারণ, সেখানে এক বন্ধুর বাড়ি তাঁর বিপুলসংখ্যক বই এবং জিনিসপত্র রয়ে গেছে। সেগুলো পাকাপাকিভাবে দিল্লীতে নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তিনি। তসলিমা বলেন, ‘আমি বুঝতে পারছি না এখানে থাকার মেয়াদ আমার শেষ হয়ে যাচ্ছে কিনা। মাত্র দুই মাসের ভিসা দেয়া হয়েছে। যদি তাই হয়, তা হলে সুইডেন থেকে বইপত্র দিল্লীতে নিয়ে আসব কিনা, সেটাও বুঝতে পারছি না।’ বাংলাদেশে জঙ্গী মৌলবাদীরা তসলিমাকে হত্যার ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরকারও আকারে ইঙ্গিতে বার বার বুঝিয়ে দিয়েছে সাহসী এই লেখিকা দেশে ফিরুক, তারা চায় না।
অর্থাৎ যদি তাঁকে ‘লং টার্ম এন্ট্রি ভিসা’ না দেয়া হয়, তবে ১০ অক্টোবর তাঁর ভারতে থাকার মেয়াদ শেষ। গোটা ঘটনার আকস্মিকতায় যথেষ্টই বিস্মিত লেখিকা। অগাস্টের ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে বক্তৃতা দিতে অক্সফোর্ডে থাকবেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে যাবেন সুইডেনে। সুইডেনে যাওয়ার কারণ, সেখানে এক বন্ধুর বাড়ি তাঁর বিপুলসংখ্যক বই এবং জিনিসপত্র রয়ে গেছে। সেগুলো পাকাপাকিভাবে দিল্লীতে নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন তিনি। তসলিমা বলেন, ‘আমি বুঝতে পারছি না এখানে থাকার মেয়াদ আমার শেষ হয়ে যাচ্ছে কিনা। মাত্র দুই মাসের ভিসা দেয়া হয়েছে। যদি তাই হয়, তা হলে সুইডেন থেকে বইপত্র দিল্লীতে নিয়ে আসব কিনা, সেটাও বুঝতে পারছি না।’ বাংলাদেশে জঙ্গী মৌলবাদীরা তসলিমাকে হত্যার ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরকারও আকারে ইঙ্গিতে বার বার বুঝিয়ে দিয়েছে সাহসী এই লেখিকা দেশে ফিরুক, তারা চায় না।
No comments:
Post a Comment