Saturday, August 9, 2014

মিলল সারদা রিয়্যালটির ১৫০০ বিঘা জমির হদিশ

মিলল সারদা রিয়্যালটির ১৫০০ বিঘা জমির হদিশ

Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

সোমনাথ মণ্ডল
দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় সারদা রিয়্যালটির কয়েক হাজার বিঘা জমির হদিশ পেল সি বি আই৷‌ তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনাতেই প্রায় ১৫০০ বিঘা! এই জেলাতে আবাসন প্রকল্পের জন্য ২০১০ সাল থেকে জমি কেনা শুরু করে সুদীপ্ত সেন৷‌ তবে সব জমি সারদার নামে নেই৷‌ বেনামেও জমি কিনেছিলেন সারদার কর্ণধার৷‌ দক্ষিণ ২৪ পরগনার সারদার বিশ্বস্ত এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বা-সহ কয়েকজনকে জেরা করে আগেই এই পরিমাণ জমির সন্ধান পেয়ে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷‌ সি বি আই নিশ্চিত, কয়েকজন ঘনিষ্ঠের মদতে এই জমিগুলি হাতিয়েছিল সারদা৷‌ অনিচ্ছুক জমির মালিকদের ভয় দেখিয়েও জমি কেনা হয়েছিল৷‌ জমি দালালির বিনিময়ে ঘনিষ্ঠরা কোটি কোটি টাকা ভোগও করেছেন৷‌ সেই টাকা উদ্ধারেও ঝাঁপাচ্ছে সি বি আই৷‌ এদিকে শুক্রবার ফের রাজ্য পুলিসের তদম্তকারী কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলেন এনফোর্সমেন্ট ডাইরে’রেট এবং সি বি আইয়ের অফিসারেরা৷‌ উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য৷‌ কিছু নথিও হাতে এসেছে গোয়েন্দাদের৷‌ কয়েক মাস ধরে সিট-এর সঙ্গে চাপানউতোর চলার পরেও, নথি দেওয়া নিয়ে এখনও কেন গড়িমসি করা হচ্ছে , তা নিয়ে নতুন করে তদম্ত শুরু করেছে সি বি আই৷‌ এদিন কলকাতা পুরসভার কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের নেতৃত্বে ৫০০ জন আমানতকারী টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান বিধাননগরে সি বি আই ও ই ডি-র দপ্তরের সামনে৷‌ প্রকাশবাবুর দাবি, ‘আমানতকারীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন৷‌ অনেক দিন হল রাজ্য পুলিস এবং সি বি আই, ই ডি তদম্ত করছে৷‌ কিন্তু টাকা ফেরতের বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না৷‌ বাজেয়াপ্ত হওয়া টাকা যাতে আমানতকারীদের ফেরতের ব্যবস্হা করা হয়৷‌’ তাঁর অভিযোগ, টাকা ফেরতের দাবি নিয়ে আগেই শ্যামল সেন কমিশনে গিয়েছিলাম৷‌ অনেকেই টাকা ফেরত পাননি৷‌ তাই আমরা সি বি আই এবং ই ডি দপ্তরে গিয়েছিলাম৷‌ তিনি জানান, এই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর চৌধুরির সঙ্গে দেখা করব৷‌ লোকসভায় টাকা ফেরতের দাবি জানানো হবে৷‌

No comments:

Post a Comment