Saturday, August 9, 2014

স্বামীর সামনে কাঁকড়া শিকারি স্ত্রীকে নিয়ে গেল সুন্দরবনের মহারাজ

স্বামীর সামনে কাঁকড়া শিকারি স্ত্রীকে নিয়ে গেল সুন্দরবনের 

মহারাজ

Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

গৌতম চক্রবর্তী: চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে পারলেন না স্বামী৷‌ কাঁকড়া শিকারি ভগবতী মণ্ডল (৪০)-কে স্বামী সুনীল মণ্ডলের চোখের সামনে দিয়েই সুন্দরবনের মহারাজ তুলে নিয়ে গেছে৷‌ ভগবতীর কোনও খোঁজ পাওয়া যায়নি৷‌ সুন্দরবনের ৬ নম্বর পীরখালি জঙ্গলের ঘটনা৷‌ শুক্রবার সকালে ওই কাঁকড়া শিকারিরা সাতজেলিয়া গ্রামে পৌঁছে এই ঘটনার কথা বলেন৷‌ গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷‌ সুন্দরবনে পর পর কাঁকড়া শিকারিরা বাঘের পেটে যাচ্ছেন৷‌ এই কয়েক সপ্তাহে ৫৷‌৬ জনকে বাঘে তুলে নিয়ে গেছে বলে সুন্দরবনবাসীর অভিযোগ৷‌ কেন কাঁকড়া শিকারিরা ঘন ঘন দক্ষিণরায়ের কবলে পড়ছেন, তা নিয়ে উদ্বিগ্ন বন দপ্তর৷‌ বন দপ্তরের কর্মীদের মতে, কাঁকড়ার এখন বাজারদর আকাশ ছোঁয়া৷‌ কাঁকড়া ধরে ভাল রোজগার হচ্ছে৷‌ তার টানেই সুন্দরবনের কাঁকড়া শিকারিরা জীবনের ঝুঁকি নিয়ে বাঘের ডেরাতে পা রাখছেন৷‌ যার ফলেই বাঘের কবলে পড়ছেন তাঁরা৷‌ স্হানীয় সূত্রে খবর, দু’দিন আগে সাতজেলিয়া গ্রাম থেকে সুনীল মণ্ডল তাঁর স্ত্রী ভগবতী মণ্ডল এবং গ্রামবাসী পরিমলকে নিয়ে কাঁকড়া শিকার করতে সুন্দরবনের পীরখালি জঙ্গলের দিকে যান৷‌ ৬ নম্বর পীরখালি জঙ্গলের ধারে নৌকো রেখে তাঁরা কাঁকড়া ধরার কাজ করছিলেন৷‌ বৃহস্পতিবার বিকেলে আচমকাই দক্ষিণরায় হামলা চালায় তাঁদের ওপর৷‌ বন থেকে বেরিয়ে এসে সোজা ভগবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে৷‌ তাঁর ঘাড় কামড়ে ধরে জঙ্গলে নিয়ে পালাতে যায়৷‌ স্বামী সুনীল এবং অন্যরা মিলে মহারাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন৷‌ কিন্তু তাঁদের চেষ্টা সফল হয়নি৷‌

No comments:

Post a Comment