স্বামীর সামনে কাঁকড়া শিকারি স্ত্রীকে নিয়ে গেল সুন্দরবনের
মহারাজ
![]()
গৌতম চক্রবর্তী: চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে পারলেন না স্বামী৷ কাঁকড়া শিকারি ভগবতী মণ্ডল (৪০)-কে স্বামী সুনীল মণ্ডলের চোখের সামনে দিয়েই সুন্দরবনের মহারাজ তুলে নিয়ে গেছে৷ ভগবতীর কোনও খোঁজ পাওয়া যায়নি৷ সুন্দরবনের ৬ নম্বর পীরখালি জঙ্গলের ঘটনা৷ শুক্রবার সকালে ওই কাঁকড়া শিকারিরা সাতজেলিয়া গ্রামে পৌঁছে এই ঘটনার কথা বলেন৷ গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সুন্দরবনে পর পর কাঁকড়া শিকারিরা বাঘের পেটে যাচ্ছেন৷ এই কয়েক সপ্তাহে ৫৷৬ জনকে বাঘে তুলে নিয়ে গেছে বলে সুন্দরবনবাসীর অভিযোগ৷ কেন কাঁকড়া শিকারিরা ঘন ঘন দক্ষিণরায়ের কবলে পড়ছেন, তা নিয়ে উদ্বিগ্ন বন দপ্তর৷ বন দপ্তরের কর্মীদের মতে, কাঁকড়ার এখন বাজারদর আকাশ ছোঁয়া৷ কাঁকড়া ধরে ভাল রোজগার হচ্ছে৷ তার টানেই সুন্দরবনের কাঁকড়া শিকারিরা জীবনের ঝুঁকি নিয়ে বাঘের ডেরাতে পা রাখছেন৷ যার ফলেই বাঘের কবলে পড়ছেন তাঁরা৷ স্হানীয় সূত্রে খবর, দু’দিন আগে সাতজেলিয়া গ্রাম থেকে সুনীল মণ্ডল তাঁর স্ত্রী ভগবতী মণ্ডল এবং গ্রামবাসী পরিমলকে নিয়ে কাঁকড়া শিকার করতে সুন্দরবনের পীরখালি জঙ্গলের দিকে যান৷ ৬ নম্বর পীরখালি জঙ্গলের ধারে নৌকো রেখে তাঁরা কাঁকড়া ধরার কাজ করছিলেন৷ বৃহস্পতিবার বিকেলে আচমকাই দক্ষিণরায় হামলা চালায় তাঁদের ওপর৷ বন থেকে বেরিয়ে এসে সোজা ভগবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে৷ তাঁর ঘাড় কামড়ে ধরে জঙ্গলে নিয়ে পালাতে যায়৷ স্বামী সুনীল এবং অন্যরা মিলে মহারাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু তাঁদের চেষ্টা সফল হয়নি৷
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, August 9, 2014
স্বামীর সামনে কাঁকড়া শিকারি স্ত্রীকে নিয়ে গেল সুন্দরবনের মহারাজ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment