ধর্মঘট: ৪৪৫ ট্যাক্সি চিহ্নিত, সাজা হবে
আজকালের প্রতিবেদন: গাড়ি বন্ধ করে আন্দোলন করায় ৪৪৫ ট্যাক্সির মালিক ও চালকের বিরুদ্ধে ব্যবস্হা নিচ্ছে পরিবহণ দপ্তর৷ শুক্রবার পরিবহণ ভবনে এ কথা বলেন দপ্তরের মন্ত্রী মদন মিত্র৷ তিনি বলেন, যারা বৃহস্পতিবার পথে ট্যাক্সি নামায়নি এরকম ৪৪৫টি গাড়িকে চিহ্নিত করা গেছে৷ তাদের মালিকদের শো-কজ করা হচ্ছে৷ তাদের পারমিট কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে৷ তিনি বলেন ওই দিনের ঘটনায় রাখালচন্দ্র চন্দ্র নামে এক ট্যাক্সি চালক আহত হন৷ তিনি উত্তর চব্বিশ পরগনা থেকে এক রোগীকে কলকাতায় নিয়ে আসছিলেন৷ তাঁর মাথায় ইট ছুঁড়ে আঘাত করা হয়৷ এদিন তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন৷ প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়নের তরফ থেকে মন্ত্রী সেই চালকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন৷ পাশাপাশি চিকিৎসারও দায়িত্ব নেন৷ যারা এই চালককে মেরেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে৷ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুরোটাই বি জে পি, সি পি এমের চক্রাম্ত৷ ইতিমধ্যেই ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে৷ এদের মধ্যে চারজনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷ পরিবহণমন্ত্রী ৪৪৫টি গাড়ির তালিকা দেখিয়ে বলেন, আমরা এই সব ট্যাক্সির চালকদেরও লাইসেন্স বাতিল করব৷ তিনি আশঙ্কা করছেন ৯ আগস্টের শহিদ দিবসে গন্ডগোল করতে পারে৷ তাঁর মম্তব্য, ওদের যদি বুকের পাটা থাকত তা হলে বলতে পারত গুন্ডামি করব৷ সেক্ষেত্রে বিকল্প ব্যবস্হাও নিতে পারতাম৷ বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে বরানগর পর্যম্ত ট্যাক্সি চলেছে৷ চারটি বিমা সংস্হার জোনাল ম্যানেজারদের ডাকা হচ্ছে৷ যে-সব গাড়ি ভাঙচুর হয়েছে, সেই বিষয়ে কথা বলতে৷ যাতে চালকেরা বিমার টাকা পান৷ এদিনই পরিবহণ মন্ত্রী পুলিস ও বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন৷ পরে সংগঠনের সাধারণ সম্পাদক বিমল গুহ জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার ট্যাক্সি চালকদের বিভিন্ন দাবিতে মিছিলের ডাক দেয় সি আই টি ইউ এবং এ আই টি ইউ সি সমর্থিত ট্যাক্সি ইউনিয়ন৷ তাদের মূল দাবি ছিল, পুলিসি জুলুম বন্ধ করতে হবে৷ যাত্রী প্রত্যাখ্যানের নামে হাজার হাজার টাকার মামলা দেওয়াও বন্ধ করতে হবে৷ এই দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলেজ স্কোয়্যার পর্যম্ত মিছিল হয়৷ মিছিলে অংশগ্রহণ করেন বহু ট্যাক্সিচালক৷ পরে তাঁরা ধর্মতলা চত্বরে বসে পড়েন৷ প্রায় দেড় ঘণ্টার মতো সময় তাঁরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে বসে ছিলেন৷ পুলিস তাঁদের বার বার উঠে যেতে অনুরোধ করে৷ কিন্তু তাঁরা ওঠেননি৷ পরে পুলিস লাঠিচার্জ করে৷ মিছিল কলেজ স্কোয়্যারে শেষ হওয়ার পর সেখানে বক্তব্য পেশ করেন ট্যাক্সি সংগঠনের নেতারা৷ ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহুও৷
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, August 9, 2014
ধর্মঘট: ৪৪৫ ট্যাক্সি চিহ্নিত, সাজা হবে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment