Saturday, August 9, 2014

ধর্মঘট: ৪৪৫ ‌ট্যাক্সি চিহ্নিত, সাজা হবে

ধর্মঘট: ৪৪৫ ‌ট্যাক্সি চিহ্নিত, সাজা হবে

আজকালের প্রতিবেদন: গাড়ি বন্ধ করে আন্দোলন করায় ৪৪৫ ‌ট্যাক্সির মালিক ও চালকের বিরুদ্ধে ব্যবস্হা নিচ্ছে পরিবহণ দপ্তর৷‌ শুক্রবার পরিবহণ ভবনে এ কথা বলেন দপ্তরের মন্ত্রী মদন মিত্র৷‌ তিনি বলেন, যারা বৃহস্পতিবার পথে ‌ট্যাক্সি নামায়নি এরকম ৪৪৫টি গাড়িকে চিহ্নিত করা গেছে৷‌ তাদের মালিকদের শো-কজ করা হচ্ছে৷‌ তাদের পারমিট কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে৷‌ তিনি বলেন ওই দিনের ঘটনায় রাখালচন্দ্র চন্দ্র নামে এক ‌ট্যাক্সি চালক আহত হন৷‌ তিনি উত্তর চব্বিশ পরগনা থেকে এক রোগীকে কলকাতায় নিয়ে আসছিলেন৷‌ তাঁর মাথায় ইট ছুঁড়ে আঘাত করা হয়৷‌ এদিন তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন৷‌ প্রোগ্রেসিভ ‌ট্যাক্সি মেনস ইউনিয়নের তরফ থেকে মন্ত্রী সেই চালকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন৷‌ পাশাপাশি চিকিৎসারও দায়িত্ব নেন৷‌ যারা এই চালককে মেরেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে৷‌ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুরোটাই বি জে পি, সি পি এমের চক্রাম্ত৷‌ ইতিমধ্যেই ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷‌ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে৷‌ এদের মধ্যে চারজনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷‌ পরিবহণমন্ত্রী ৪৪৫টি গাড়ির তালিকা দেখিয়ে বলেন, আমরা এই সব ‌ট্যাক্সির চালকদেরও লাইসেন্স বাতিল করব৷‌ তিনি আশঙ্কা করছেন ৯ আগস্টের শহিদ দিবসে গন্ডগোল করতে পারে৷‌ তাঁর মম্তব্য, ওদের যদি বুকের পাটা থাকত তা হলে বলতে পারত গুন্ডামি করব৷‌ সেক্ষেত্রে বিকল্প ব্যবস্হাও নিতে পারতাম৷‌ বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে বরানগর পর্যম্ত ‌ট্যাক্সি চলেছে৷‌ চারটি বিমা সংস্হার জোনাল ম্যানেজারদের ডাকা হচ্ছে৷‌ যে-সব গাড়ি ভাঙচুর হয়েছে, সেই বিষয়ে কথা বলতে৷‌ যাতে চালকেরা বিমার টাকা পান৷‌ এদিনই পরিবহণ মন্ত্রী পুলিস ও বেঙ্গল ‌ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন৷‌ পরে সংগঠনের সাধারণ সম্পাদক বিমল গুহ জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে৷‌ প্রসঙ্গত, বৃহস্পতিবার ‌ট্যাক্সি চালকদের বিভিন্ন দাবিতে মিছিলের ডাক দেয় সি আই টি ইউ এবং এ আই টি ইউ সি সমর্থিত ‌ট্যাক্সি ইউনিয়ন৷‌ তাদের মূল দাবি ছিল, পুলিসি জুলুম বন্ধ করতে হবে৷‌ যাত্রী প্রত্যাখ্যানের নামে হাজার হাজার টাকার মামলা দেওয়াও বন্ধ করতে হবে৷‌ এই দাবিতে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলেজ স্কোয়্যার পর্যম্ত মিছিল হয়৷‌ মিছিলে অংশগ্রহণ করেন বহু ‌ট্যাক্সিচালক৷‌ পরে তাঁরা ধর্মতলা চত্বরে বসে পড়েন৷‌ প্রায় দেড় ঘণ্টার মতো সময় তাঁরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে বসে ছিলেন৷‌ পুলিস তাঁদের বার বার উঠে যেতে অনুরোধ করে৷‌ কিন্তু তাঁরা ওঠেননি৷‌ পরে পুলিস লাঠিচার্জ করে৷‌ মিছিল কলেজ স্কোয়্যারে শেষ হওয়ার পর সেখানে বক্তব্য পেশ করেন ‌ট্যাক্সি সংগঠনের নেতারা৷‌ ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহুও৷‌

No comments:

Post a Comment