Saturday, August 9, 2014

এনসেফেলাইটিসে মৃত্যু তরুণীর বয়স্কদের টিকাকরণ রাজ্যে এখনই নয়: স্বাস্হ্য-শিক্ষা অধিকর্তা

এনসেফেলাইটিসে মৃত্যু তরুণীর
বয়স্কদের টিকাকরণ রাজ্যে এখনই নয়: স্বাস্হ্য-শিক্ষা অধিকর্তা

Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

গিরিশ মজুমদার: শিলিগুড়ি, ৮ আগস্ট– উত্তরের পাঁচ জেলায় এনসেফেলাইটিস এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে৷‌ শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যালে এসে তেমনটাই দাবি করলেন রাজ্যের স্বাস্হ্য ও শিক্ষা অধিকর্তা ডাঃ সুশাম্ত ব্যানার্জি৷‌ রেফার কেস কিংবা নতুন আক্রাম্তের সংখ্যা এখন কমছে৷‌ তবে ডাঃ ব্যানার্জি পাশাপাশি জানান, মালদায় ইদানীং আক্রাম্তের সংখ্যা কিছুটা বেড়েছে৷‌ মালদার জেলা প্রশাসন এবং জেলা স্বাস্হ্য দপ্তরকে এ জন্য যাবতীয় ব্যবস্হা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷‌ স্বাস্হ্য দপ্তরও আক্রাম্তদের সাপোর্টিং চিকিৎসা শুরু করে দিয়েছে৷‌ তার মধ্যেও শুক্রবার মালদা মেডিক্যাল কলেজে দু’জনের মৃত্যু হয়েছে৷‌ এদিনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ডুয়ার্সের নাগরাকাটার এক তরুণীর মৃত্যু হয়েছে৷‌ স্বাস্হ্য দপ্তরের দেওয়া তথ্যমতো এদিন পর্যম্ত উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মৃত্যু হয়েছে ১৩৯ জনের৷‌ মৃতদের মধ্যে সিংহভাগই প্রাপ্তবয়স্ক৷‌ আর এই প্রাপ্তবয়স্কদের আক্রাম্ত এবং মৃত্যুর হার বেশি থাকায় রাজ্যে প্রাপ্তবয়স্কদের এনসেফেলাইটিসের প্রতিষেধক টিকাকরণ করতে চাইছে৷‌ তবে এই মুহূর্তে এ রাজ্যে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ হচ্ছে না৷‌ এদিন আবার সে-কথা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষা-স্বাস্হ্য অধিকর্তা ডাঃ সুশাম্ত ব্যানার্জি৷‌ কিছুদিন আগে রাজ্যের স্বাস্হ্য অধিকর্তা ডাঃ বিশ্বরঞ্জন শতপথি জানিয়েছিলেন, আসামের অভিজ্ঞতা নিয়ে এ রাজ্যেও বয়স্কদের টিকাকরণ করা হবে৷‌ যেহেতু ২০১১ সাল থেকে আসামে পাইলট প্রোজে’ করে জাপানি এনসেফেলাইটিসের টিকাকরণ চলছে৷‌ সেখানে ৮০ শতাংশ সফলও হয়েছে৷‌ কিন্তু এদিন স্বাস্হ্য-শিক্ষা অধিকর্তা বলেন, কেন্দ্রীয় সরকারের এই টিকাকরণ প্রকল্প৷‌ কেন্দ্রের সিদ্ধাম্ত জানালে আমরা চালু করতে পারব৷‌ তবে এই মুহূর্তে টিকাকরণ শুরু করা যাবে না৷‌ এমনিতেই উত্তরবঙ্গ জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে৷‌ তাই এখন টিকাকরণ করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷‌ তবে ডাঃ ব্যানার্জি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিশেষজ্ঞরা বলে গেছেন, এখন টিকাকরণের সময় নয়৷‌ এখন টিকা দিলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে৷‌ ডাঃ ব্যানার্জির কথায়, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে এখন আক্রাম্তের সংখ্যা সেই অর্থে নেই৷‌ অনেকটাই স্বাভাবিক৷‌ মালদায় শুধু একটু বাড়ছে৷‌ এখন মালদাতে ১০ জন আক্রাম্ত ভর্তি রয়েছেন৷‌ উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি রয়েছেন ২২ জন৷‌ তার মধ্যে সি সি ইউ-তে ৪ জন ভর্তি৷‌ এঁদের অবস্হা সঙ্কটজনক৷‌ ৫টি শিশুও মেডিক্যালে ভর্তি রয়েছে৷‌ এদিনই আবার ফিমেল মেডিসিন ওয়ার্ডে নাগরাকাটার তরুণী মিনু সাঁওতালের (২২) মৃত্যু হয়৷‌ স্বাস্হ্য-শিক্ষা অধিকর্তা এদিন মেডিক্যালের সুপার ডাঃ সব্যসাচী দাস, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সমীর ঘোষ রায় এবং মেডিক্যালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন৷‌ বৈঠক করে জানিয়ে দেন, অযথা রক্ত পরীক্ষার কিট নষ্ট করা যাবে না৷‌ জ্বর হলেই এনসেফেলাইটিস নয়৷‌ তাই চিকিৎসকেরাই ঠিক করবেন কোন রোগীর রক্ত পরীক্ষা করা দরাকর৷‌ তেমনি জেলার স্বাস্হ্যকেন্দ্রগুলিকেও বলা হয়েছে, ভেন্টিলেশন দরকার পড়লে রাজ্য জরুরি ভিত্তিতে করে দেবে৷‌ তাই অযথা এনসেফেলাইটিসের রোগীকে মেডিক্যালে রেফার করার প্রয়োজন নেই৷‌ রক্তের নমুনা মেডিক্যালে পাঠালেই হবে৷‌ এদিকে, রক্তের নমুনা নিয়ে যত্রতত্র পরীক্ষা করালে ফল সঠিক না আসতে পারে বলে জানান ডাঃ ব্যানার্জি৷‌ তবে নার্সিংহোমগুলিকে এই কিট-সহ অন্য সমস্ত ভাইরাসঘটিত জ্বরের কিট দিয়ে সহায়তা করা হতে পারে বলে জানান স্বাস্হ্য-শিক্ষা অধিকর্তা৷‌

No comments:

Post a Comment