বৈষ্ণব পদ লিখলেও রবীন্দ্রনাথ পৌত্তলিক ছিলেন না। শ্যামাসঙ্গীত লিখেছেন বলে জানি না। কিন্তু একজন কবি সামাজিক আবহকে অস্বীকার করবেন কী করে? ১৯০৫এর জোয়ার কালে...তিনিও বাংলাদেশকে শ্যামা মায়ের রূপে দেখবার কাজটি করেছিলেন কিন্তু...তাঁর এক বিখ্যাত গানে। ...
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥http://tagoreweb.in/Render/ShowContent.aspx?ct=Songs&bi=5C978DD6-A4A0-40E5-A51D-F8AE92&ti=5C978DD6-A4A1-43A5-051D-F8AE927B9869&ch=1

No comments:
Post a Comment