Sunday, August 10, 2014

বৈষ্ণব পদ লিখলেও রবীন্দ্রনাথ পৌত্তলিক ছিলেন না। শ্যামাসঙ্গীত লিখেছেন বলে জানি না। কিন্তু একজন কবি সামাজিক আবহকে অস্বীকার করবেন কী করে? ১৯০৫এর জোয়ার কালে...তিনিও বাংলাদেশকে শ্যামা মায়ের রূপে দেখবার কাজটি করেছিলেন কিন্তু...তাঁর এক বিখ্যাত গানে। ...


বৈষ্ণব পদ লিখলেও রবীন্দ্রনাথ পৌত্তলিক ছিলেন না। শ্যামাসঙ্গীত লিখেছেন বলে জানি না। কিন্তু একজন কবি সামাজিক আবহকে অস্বীকার করবেন কী করে? ১৯০৫এর জোয়ার কালে...তিনিও বাংলাদেশকে শ্যামা মায়ের রূপে দেখবার কাজটি করেছিলেন কিন্তু...তাঁর এক বিখ্যাত গানে। ...
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥http://tagoreweb.in/Render/ShowContent.aspx?ct=Songs&bi=5C978DD6-A4A0-40E5-A51D-F8AE92&ti=5C978DD6-A4A1-43A5-051D-F8AE927B9869&ch=1
Rabindranath Tagore - The Complete Works
TAGOREWEB.IN
LikeLike ·  · 
  • Shimul Paul likes this.
  • Jyotish Kumar Deb সবিনয় নিবেদন
    একটা খুবই প্রাসঙ্গিক বিষয় উপস্থাপনের জন্য ধন্যবাদ 
    ...See More
    12 hrs · Edited · Like
  • Sushanta Kar আপনার কেন মনে হলো যে এগুলো 'শ্যামা সঙ্গীতে'র পংক্তি? আমি তো বলিনি! বিদ্রূপ করবার আগে সামান্য ভেবে চিনতে নেবেন! আমি না ভেবে চিনতে একটাও শব্দ ব্যবহার করি না। কিন্তু এক হাতে খড়্গ, আর হাতে শংকা হরণ--ললাটেও আরেক নেত্র, তার আবার আগুনবরণ--এক কবি কল্পনা কী ভাবে করবেন যদি শ্যামা মা সম্পর্কে কোনো ধারণাই না থাকে!
    12 hrs · Edited · Like
  • Sushanta Kar বাল্মিকি প্রতিভা নাটক--সেখানে পরিস্থিতি দাবি করলে ঘোর নাস্তিকেও শ্যামাসঙ্গীত লিখবে। কিম্বা ইসলামী গীত। সে প্রসঙ্গ অন্য। এটা স্বাধীন গান। আর ত্রিনয়নী শ্যামাকে না দেখে--এই ছবি কল্পনা করা অসম্ভব। এ যে তিনি বাংলা দেশের রূপ বর্ণনাই করছেন--সে আর বুঝিয়ে বলতে হবে কেন! কিন্তু করতে গিয়ে উপমাটা ওখান থেকেই নিয়েছেন, আমার বলবার কথা এই টুকুই।
    12 hrs · Like
  • Jyotish Kumar Deb সুশান্তদা
    বিনম্র নিবেদন..
    ...See More
    12 hrs · Like

No comments:

Post a Comment