নেপালে ব্যাপক ভূমিধসে নিহত ৬
>> আইএএনএস
Published: 2014-08-02 14:04:26.0 BdST Updated: 2014-08-02 14:04:26.0 BdST
নেপালের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে ব্যাপক ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শনিবার ভোররাত ৩টার দিকে নেপালের সিন্দুপালচক জেলার মানখা গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।
ধসে পড়া ভূমিতে ওই এলাকার সানকোশি নদীর প্রবাহ আটকে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
ভূমিধসের কাঁদায় নিখোঁজ অনেকে চাপা পড়েছেন এবং এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা।
ভূমিধসের পর ওই এলাকায় একটি বড় পুকুর সৃষ্টি হয়ে গ্রামবাসীদের জন্য নতুন হুমকি তৈরি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই ধসে মানখা গ্রামের প্রায় ২৪টি বাড়ি কাঁদার স্রোতে ভেসে গেছে বলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া নেপালের সঙ্গে প্রতিবেশী চীনের তিব্বত এলাকার সঙ্গে যোগাযোগের সবচেয়ে সংক্ষিপ্ততম ও ব্যস্ততম সড়ক আরানিকো মহাসড়কও ধসে পড়া কাঁদায় চাপা পড়েছে বলে জানিয়েছেন তারা।
সিন্দুপাল জেলার প্রধান সরকারি কর্মকর্তা গোপাল প্রাসাদ পারাজুলি বলেছেন, “অবরুদ্ধ হয়ে পড়া নদীর পানি প্রবাহ সচল রাখতে বিকল্প উপায় পরিকল্পনা করা হচ্ছে।”
হেলিকপ্টার থেকে বোমা ফেলে নদীর আটকে পড়া পানির প্রবাহ আবার শুরু করার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ধসে পড়া ভূমিতে ওই এলাকার সানকোশি নদীর প্রবাহ আটকে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
ভূমিধসের কাঁদায় নিখোঁজ অনেকে চাপা পড়েছেন এবং এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত এক কর্মকর্তা।
ভূমিধসের পর ওই এলাকায় একটি বড় পুকুর সৃষ্টি হয়ে গ্রামবাসীদের জন্য নতুন হুমকি তৈরি করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই ধসে মানখা গ্রামের প্রায় ২৪টি বাড়ি কাঁদার স্রোতে ভেসে গেছে বলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া নেপালের সঙ্গে প্রতিবেশী চীনের তিব্বত এলাকার সঙ্গে যোগাযোগের সবচেয়ে সংক্ষিপ্ততম ও ব্যস্ততম সড়ক আরানিকো মহাসড়কও ধসে পড়া কাঁদায় চাপা পড়েছে বলে জানিয়েছেন তারা।
সিন্দুপাল জেলার প্রধান সরকারি কর্মকর্তা গোপাল প্রাসাদ পারাজুলি বলেছেন, “অবরুদ্ধ হয়ে পড়া নদীর পানি প্রবাহ সচল রাখতে বিকল্প উপায় পরিকল্পনা করা হচ্ছে।”
হেলিকপ্টার থেকে বোমা ফেলে নদীর আটকে পড়া পানির প্রবাহ আবার শুরু করার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment