বন্দীদের নির্যাতনের কথা স্বীকার করলেন ওবামা
>> রয়টার্স
Published: 2014-08-02 17:48:44.0 BdST Updated: 2014-08-02 18:04:15.0 BdST
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের ওপর নির্যাতন চালায় বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
গোয়েন্দাদের অধিকতর জিজ্ঞাসাবাদ কৌশল (ইনহ্যান্সড ইনটেরগেইশন টেকনিকস) নিয়ে একটি তদন্ত প্রতিবেদন হোয়াইট হাউজ থেকে কংগ্রেসে পাঠানোর কথাও স্বীকার করেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “আমরা অনেক কিছু ঠিকই করেছি। তবে আমরা কারো কারো উপর নির্যাতনও চালিয়েছি। আমরা এমন কিছুও করেছি যেগুলো আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না।”
ওবামার এ বক্তব্যের মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের ওপর নিষ্ঠুরতা বন্ধে তার মনোভাব পুনর্ব্যক্ত হলো।
২০০৯ সালেরে জানুয়ারিতে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জিজ্ঞাসাবাদকালে বন্দীদের মুখে কাপড় বেঁধে পানি ঢেলে বক্তব্য আদায়ের কৌশল বন্ধের কথা বলেছিলেন ওবামা।
আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বন্দী জঙ্গিদের কাছ থেকে তথ্য পেতে জিজ্ঞাসাবাদের সময় কঠোর ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়।
৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে আরো হামলার আশঙ্কা থেকে সরকার ওই ব্যবস্থা নিয়েছিল বলে মনে করেন ওবামা।
শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “আমরা অনেক কিছু ঠিকই করেছি। তবে আমরা কারো কারো উপর নির্যাতনও চালিয়েছি। আমরা এমন কিছুও করেছি যেগুলো আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না।”
ওবামার এ বক্তব্যের মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের ওপর নিষ্ঠুরতা বন্ধে তার মনোভাব পুনর্ব্যক্ত হলো।
২০০৯ সালেরে জানুয়ারিতে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর জিজ্ঞাসাবাদকালে বন্দীদের মুখে কাপড় বেঁধে পানি ঢেলে বক্তব্য আদায়ের কৌশল বন্ধের কথা বলেছিলেন ওবামা।
আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বন্দী জঙ্গিদের কাছ থেকে তথ্য পেতে জিজ্ঞাসাবাদের সময় কঠোর ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়।
৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে আরো হামলার আশঙ্কা থেকে সরকার ওই ব্যবস্থা নিয়েছিল বলে মনে করেন ওবামা।
No comments:
Post a Comment