ধর্ষণের অভিযোগ আনা এখন ফ্যাশন: শিবসেনা
মুম্বই, ২ আগস্ট (সংবাদ সংস্হা)– দলীয় মুখপত্র সামনায় সম্পাদকীয় লিখে প্রকাশ্যেই ধর্ষণে অভিযুক্ত পুলিস অফিসারের পক্ষে দাঁড়িয়ে পড়ল শিবসেনা৷ বলল, ‘ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ এনে শোরগোল ফেলে দেওয়া এখন ফ্যাশন হয়ে গেছে৷’ শিবসেনা এভাবে ধর্ষণের মতো এক গুরুতর অপরাধে অভিযুক্তের পক্ষে সওয়াল করায় অনেকেই হতভম্ব৷ মুম্বই পুলিসের ডি আই জি সুনীল পরাসকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ২৬ বছরের এক মডেল৷ এফ আই আরে তিনি বলেছেন, ২০১৩ সালের ডিসেম্বরে মালাডে মাড দ্বীপের এক বাংলোয় ওই অফিসার তাঁকে ধর্ষণ করেন৷ নভি মুম্বইয়ের এক ফ্ল্যাটে তাঁর শ্লীলতাহানিও করেন তিনি৷ কিন্তু এই অভিযোগের বিচার হওয়ার আগেই রায় দিয়ে দিয়েছে শিবসেনা৷ বলেছে, ভুয়ো অভিযোগ এনে সংবাদমাধ্যমে বিচারের আসর বসিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তের সুনাম, দক্ষতা এবং কেরিয়ারের বারোটা বেজে যাচ্ছে৷ সৎ এবং দৃঢ় অফিসারদের রাতারাতি ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে৷ এমন অভিযোগ আনাটা এখন ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার একটা ভাল হাতিয়ার৷ ওই মডেল অভিযোগ করতে এত দেরি করলেন কেন, সম্পাদকীয়তে সে প্রশ্নও তুলেছে সামনা৷ উত্তরে ধর্ষিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিসে যাব কি না ঠিক করতে আমার সময় লেগেছে৷ কারণ ওই অফিসার তখন অতিরিক্ত কমিশনার ছিলেন৷ তাঁর ক্ষমতা আমার জানা ছিল৷ এখনও তিনি শিবসেনা এবং অন্যদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন৷ বিষয়টি আদালতের বিচারাধীন৷ শিবসেনার উচিত নয় সব তথ্য না জেনে এভাবে আলটপকা মম্তব্য করা৷ পরাসকার সম্পর্কে তাঁর মম্তব্য, উনি নির্দোষ তার প্রমাণ মিডিয়ায় না দিয়ে কেন আমার পাঠানো ই-মেলগুলো প্রকাশ করছেন? হ্যাঁ, আমি মেলগুলোতে ওনাকে গালাগালি করেছি৷ তা ছাড়া একজন ধর্ষিতা মেয়ে আর কী করতে পারে? ওনাকে প্রণাম জানাব? শ্রদ্ধা জানাব? পরাসকার নির্দোষ হলে মেলগুলো পাওয়ার পরেই তো আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারতেন৷ উনি তা করলেন না কেন? কেন্দ্রে ক্ষমতায় আসার পর বি জে পি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বলেছে৷ তার পরেও বি জে পি-র জোটসঙ্গী শিবসেনা এভাবে ধর্ষণে অভিযুক্তের পক্ষ নেওয়ায় ভ্রু কুঁচকে গেছে অনেকেরই৷ বি জে পি অবশ্য এই ইস্যুতে সঙ্গে সঙ্গেই শিবসেনার সঙ্গে দূরত্ব তৈরি করেছে৷ বি জে পি-র মুখপাত্র বলেছেন, এমন অভিযোগ করতে হলে কোনও মহিলাকে অনেক সাহস সঞ্চয় করতে হয়৷ বিশেষত তিনি ধর্ষিত হলে বা তাঁর শ্লীলতাহানি হয়ে থাকলে৷ এই অবস্হায় এমন ঘটনাকে ফ্যাশন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হাস্যকর ছাড়া কিছু নয়৷ আমরা পরিষ্কারভাবে এর নিন্দা করছি৷ কংগ্রেসও সামনার সম্পাদকীয়কে ‘খুব লজ্জাজনক’ এবং ‘মহিলাদের অসম্মানজনক’ বলেছে৷ প্রবল সমালোচনার মুখে অবস্হা সামাল দিতে মাঠে নেমেছেন শিবসেনা যুব শাখার প্রধান এবং দলের প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে৷ বলেছেন, আমরা কাউকে সমর্থন করছি না৷ আমরা একটাই কথা বলছি দোষী সাব্যস্ত হওয়ার আগে মিডিয়ার উচিত নয় কাউকে দোষী বানিয়ে দেওয়া৷ এদিকে অভিযুক্ত পুলিস অফিসার এদিন পলিগ্রাফ টেস্ট দিতে অস্বীকার করেছেন৷ যদিও নির্যাতিতা যুবতী তাতে সম্মত আছেন৷ সম্মতির কাগজে সই করে যুবতীর প্রশ্ন, আমি লাই ডিটে’রের সামনে বসতে বা অন্য যে-কোনও বৈজ্ঞানিক পরীক্ষায় রাজি আছি৷ উনি এতে সম্মত হচ্ছেন না কেন?
মুম্বই, ২ আগস্ট (সংবাদ সংস্হা)– দলীয় মুখপত্র সামনায় সম্পাদকীয় লিখে প্রকাশ্যেই ধর্ষণে অভিযুক্ত পুলিস অফিসারের পক্ষে দাঁড়িয়ে পড়ল শিবসেনা৷ বলল, ‘ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ এনে শোরগোল ফেলে দেওয়া এখন ফ্যাশন হয়ে গেছে৷’ শিবসেনা এভাবে ধর্ষণের মতো এক গুরুতর অপরাধে অভিযুক্তের পক্ষে সওয়াল করায় অনেকেই হতভম্ব৷ মুম্বই পুলিসের ডি আই জি সুনীল পরাসকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ২৬ বছরের এক মডেল৷ এফ আই আরে তিনি বলেছেন, ২০১৩ সালের ডিসেম্বরে মালাডে মাড দ্বীপের এক বাংলোয় ওই অফিসার তাঁকে ধর্ষণ করেন৷ নভি মুম্বইয়ের এক ফ্ল্যাটে তাঁর শ্লীলতাহানিও করেন তিনি৷ কিন্তু এই অভিযোগের বিচার হওয়ার আগেই রায় দিয়ে দিয়েছে শিবসেনা৷ বলেছে, ভুয়ো অভিযোগ এনে সংবাদমাধ্যমে বিচারের আসর বসিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তের সুনাম, দক্ষতা এবং কেরিয়ারের বারোটা বেজে যাচ্ছে৷ সৎ এবং দৃঢ় অফিসারদের রাতারাতি ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে৷ এমন অভিযোগ আনাটা এখন ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার একটা ভাল হাতিয়ার৷ ওই মডেল অভিযোগ করতে এত দেরি করলেন কেন, সম্পাদকীয়তে সে প্রশ্নও তুলেছে সামনা৷ উত্তরে ধর্ষিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিসে যাব কি না ঠিক করতে আমার সময় লেগেছে৷ কারণ ওই অফিসার তখন অতিরিক্ত কমিশনার ছিলেন৷ তাঁর ক্ষমতা আমার জানা ছিল৷ এখনও তিনি শিবসেনা এবং অন্যদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন৷ বিষয়টি আদালতের বিচারাধীন৷ শিবসেনার উচিত নয় সব তথ্য না জেনে এভাবে আলটপকা মম্তব্য করা৷ পরাসকার সম্পর্কে তাঁর মম্তব্য, উনি নির্দোষ তার প্রমাণ মিডিয়ায় না দিয়ে কেন আমার পাঠানো ই-মেলগুলো প্রকাশ করছেন? হ্যাঁ, আমি মেলগুলোতে ওনাকে গালাগালি করেছি৷ তা ছাড়া একজন ধর্ষিতা মেয়ে আর কী করতে পারে? ওনাকে প্রণাম জানাব? শ্রদ্ধা জানাব? পরাসকার নির্দোষ হলে মেলগুলো পাওয়ার পরেই তো আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারতেন৷ উনি তা করলেন না কেন? কেন্দ্রে ক্ষমতায় আসার পর বি জে পি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথা বলেছে৷ তার পরেও বি জে পি-র জোটসঙ্গী শিবসেনা এভাবে ধর্ষণে অভিযুক্তের পক্ষ নেওয়ায় ভ্রু কুঁচকে গেছে অনেকেরই৷ বি জে পি অবশ্য এই ইস্যুতে সঙ্গে সঙ্গেই শিবসেনার সঙ্গে দূরত্ব তৈরি করেছে৷ বি জে পি-র মুখপাত্র বলেছেন, এমন অভিযোগ করতে হলে কোনও মহিলাকে অনেক সাহস সঞ্চয় করতে হয়৷ বিশেষত তিনি ধর্ষিত হলে বা তাঁর শ্লীলতাহানি হয়ে থাকলে৷ এই অবস্হায় এমন ঘটনাকে ফ্যাশন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হাস্যকর ছাড়া কিছু নয়৷ আমরা পরিষ্কারভাবে এর নিন্দা করছি৷ কংগ্রেসও সামনার সম্পাদকীয়কে ‘খুব লজ্জাজনক’ এবং ‘মহিলাদের অসম্মানজনক’ বলেছে৷ প্রবল সমালোচনার মুখে অবস্হা সামাল দিতে মাঠে নেমেছেন শিবসেনা যুব শাখার প্রধান এবং দলের প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে৷ বলেছেন, আমরা কাউকে সমর্থন করছি না৷ আমরা একটাই কথা বলছি দোষী সাব্যস্ত হওয়ার আগে মিডিয়ার উচিত নয় কাউকে দোষী বানিয়ে দেওয়া৷ এদিকে অভিযুক্ত পুলিস অফিসার এদিন পলিগ্রাফ টেস্ট দিতে অস্বীকার করেছেন৷ যদিও নির্যাতিতা যুবতী তাতে সম্মত আছেন৷ সম্মতির কাগজে সই করে যুবতীর প্রশ্ন, আমি লাই ডিটে’রের সামনে বসতে বা অন্য যে-কোনও বৈজ্ঞানিক পরীক্ষায় রাজি আছি৷ উনি এতে সম্মত হচ্ছেন না কেন?
No comments:
Post a Comment