এবার শ’খানেক বালককে অপহরণ করেছে বোকো হারাম
>> রয়টার্স
Published: 2014-08-15 20:30:46.0 BdST Updated: 2014-08-15 20:30:46.0 BdST
কয়েক মাস আগে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলা নাইজেরিয়ার ইসলামি জঙ্গিরা এবার প্রায় একশ কিশোরকে অপহরণ করেছে।
উত্তর নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে জঙ্গিরা বালক ও পুরুষসহ অন্তত ৯৭ জনকে অপহরণ করে বলে শুক্রবার স্থানীয়রা অভিযোগ জানায়।
চার মাস আগে দেশটির বর্নো অঞ্চলের চিবোক গ্রাম থেকে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। প্রাপ্তবয়স্ক মেয়েদের স্কুলগমনে ক্ষুব্ধ হয়ে তাদের অপহরণ করে জঙ্গিরা।
নাইজেরিয়ায় বহু ধর্ম ও সংস্কৃতির লোক বসবাস করলেও মধ্যযুগের আদলে সেখানে ইসলামি খেলাফত গঠনের তৎপরতা চালাচ্ছে সশস্ত্র বোকো হারাম।
চাদ লেকের কাছে দরন বাগা এলাকায় গত রোববার জঙ্গিরা হামলা চালায় বলে সেখান থেকে পালিয়ে আসা বাসিন্দারা জানান। ওই হামলায় বেশকিছু বসতঘরও জ্বালিয়ে দেয়া হয়।
উত্তরাঞ্চলীয় শহর মাইদোগুরিতে এসে আশ্রয় নেতা হালিমা আদামু নামের এক নারী বলেন, “তারা ছোট্ট শিশু, বালিকা ও নারীদের বাদ রেখে গ্রামের সব পুরুষ ও বালকদের ধরে নিয়ে গেছে।”
রোববারের ওই হামলায় ছয়জন বৃদ্ধ নিহত হয়েছেন বলেও অনেক গ্রামবাসী অভিযোগ করেন।
এক সময় তৃণমূলে ব্যাপক সমর্থন থাকলেও সম্প্রতি তা হারাতে শুরু করেছে বোকো হারাম।
গত এক বছর ধরে সাধারণ নাগরিকদেরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।
চার মাস আগে দেশটির বর্নো অঞ্চলের চিবোক গ্রাম থেকে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। প্রাপ্তবয়স্ক মেয়েদের স্কুলগমনে ক্ষুব্ধ হয়ে তাদের অপহরণ করে জঙ্গিরা।
নাইজেরিয়ায় বহু ধর্ম ও সংস্কৃতির লোক বসবাস করলেও মধ্যযুগের আদলে সেখানে ইসলামি খেলাফত গঠনের তৎপরতা চালাচ্ছে সশস্ত্র বোকো হারাম।
চাদ লেকের কাছে দরন বাগা এলাকায় গত রোববার জঙ্গিরা হামলা চালায় বলে সেখান থেকে পালিয়ে আসা বাসিন্দারা জানান। ওই হামলায় বেশকিছু বসতঘরও জ্বালিয়ে দেয়া হয়।
উত্তরাঞ্চলীয় শহর মাইদোগুরিতে এসে আশ্রয় নেতা হালিমা আদামু নামের এক নারী বলেন, “তারা ছোট্ট শিশু, বালিকা ও নারীদের বাদ রেখে গ্রামের সব পুরুষ ও বালকদের ধরে নিয়ে গেছে।”
রোববারের ওই হামলায় ছয়জন বৃদ্ধ নিহত হয়েছেন বলেও অনেক গ্রামবাসী অভিযোগ করেন।
এক সময় তৃণমূলে ব্যাপক সমর্থন থাকলেও সম্প্রতি তা হারাতে শুরু করেছে বোকো হারাম।
গত এক বছর ধরে সাধারণ নাগরিকদেরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা।
No comments:
Post a Comment