নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 19:45:34.0 BdST Updated: 2014-08-15 19:45:38.0 BdST
ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে কুর্দিদের অস্ত্র দেয়ার পরিকল্পনা নিয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা বৈঠকে বসেছেন।
ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে কুর্দিদেরকে অস্ত্র সরবরাহ শুরু করেছে। কুর্দি পেশমেরগা বাহিনীর যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি পদত্যাগ করে ডেপুটি স্পিকার হায়দার আল আবাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
এরই মধ্যে দোহুক প্রদেশের গভর্নর গণহত্যার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ফরহাদ আটরশি বলেন, দেশে বেহু মানুষ উদ্বাস্তু হয়েছে। শরণার্থীর কারণে আমরা আন্তর্জাতিক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছি।
বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি পদত্যাগ করে ডেপুটি স্পিকার হায়দার আল আবাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
এরই মধ্যে দোহুক প্রদেশের গভর্নর গণহত্যার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ফরহাদ আটরশি বলেন, দেশে বেহু মানুষ উদ্বাস্তু হয়েছে। শরণার্থীর কারণে আমরা আন্তর্জাতিক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছি।
কুর্দিদের অস্ত্র দেয়া নিয়ে ইইউ এর জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যেহ ফ্যাবিউস ইরাকে কোনো ব্যবস্থা না নেয়ার জন্য ইইউ’র সমালোচনা করেছেন।
২০ টি দেশের মন্ত্রী ইরাকের সেনাবাহিনী এবং কুর্দিদের অস্ত্র পাঠানোর বিষয়টিকে সবার অনুমোদন লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।
২০ টি দেশের মন্ত্রী ইরাকের সেনাবাহিনী এবং কুর্দিদের অস্ত্র পাঠানোর বিষয়টিকে সবার অনুমোদন লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।
No comments:
Post a Comment