ইবোলা সঙ্কট কাটাতে ‘ছয়মাস লাগবে’
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 22:53:03.0 BdST Updated: 2014-08-15 22:53:03.0 BdST
পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নিয়ে আসতে অন্তত ৬ মাস লাগবে বলে জানিয়েছে ‘দ্য মেডিক্যাল চ্যারিটি মেডেসিনস স্যানস ফ্রন্টিয়ার্স’(এমএসএফ)।
জেনেভায় এক বক্তব্যে এমএসএফ’র প্রেসিডেন্ট জোয়ানে লুই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এজন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “সময়ের ক্ষেত্রে আমরা কয়েক সপ্তাহ না বরং কয়েক মাস সময় নিচ্ছি। আমাদের কয়েক মাসের জন্য একটি প্রতিশ্রুতি দরকার। আমি বলব এ সময়টা অন্তত ৬ মাস এবং আমি বলব আমি খুবই আশাবাদী”।
ইবোলার প্রদুর্ভাব চরম আকার ধারণ করেছে বলে এর আগে ডব্লিউএইচও জানিয়েছিল। রোগটি ঠেকাতে ব্যাপক ভিত্তিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছিল বিশ্ব সংস্থাটি।
গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার গিনিতে রোগটি দেখা দেয়ার পর ধীরে ধীরে তা লাইবেরিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “সময়ের ক্ষেত্রে আমরা কয়েক সপ্তাহ না বরং কয়েক মাস সময় নিচ্ছি। আমাদের কয়েক মাসের জন্য একটি প্রতিশ্রুতি দরকার। আমি বলব এ সময়টা অন্তত ৬ মাস এবং আমি বলব আমি খুবই আশাবাদী”।
ইবোলার প্রদুর্ভাব চরম আকার ধারণ করেছে বলে এর আগে ডব্লিউএইচও জানিয়েছিল। রোগটি ঠেকাতে ব্যাপক ভিত্তিক পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছিল বিশ্ব সংস্থাটি।
গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার গিনিতে রোগটি দেখা দেয়ার পর ধীরে ধীরে তা লাইবেরিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় ছড়িয়ে পড়ে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। এ পর্যন্ত এক হাজার ৬৯ জন মানুষ ইবোলায় মারা গেছে বলে হাসপাতালগুলো থেকে জানা গেছে।
No comments:
Post a Comment