রাশিয়ার সশস্ত্র যানে ইউক্রেইনের হামলা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-15 23:55:34.0 BdST Updated: 2014-08-15 23:55:44.0 BdST
ইউক্রেইন বলেছে, তাদের ভূখন্ডে প্রবেশ করা রাশিয়ার সশস্ত্র যানের একটি বহর সেনাবাহিনী আংশিক ধ্বংস করেছে।
RELATED STORIES
-
2014-08-15 17:44:52.0
এ হামলার খবর সত্য হলে তা হবে লড়াই পরিস্থিতির নাটকীয় অবনতি।
রাশিয়া সরকার তাদের কোনো সশস্ত্র যান ইউক্রেইনে ঢোকার কথা অস্বীকার করেছে এবং ত্রাণ সরবরাহে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টার জন্য কিয়েভকে দোষারোপ করেছে। ইউরোপীয় দেশগুলোও ক্রেমলিনের বিরুদ্ধেই লড়াইয়ের বিস্তৃতি ঘটানোর অভিযোগ করেছে।
কিয়েভ এবং পশ্চিমা মিত্রদেশগুলো অতীতে বারবারই রাশিয়ার বিরুদ্ধে মস্কোর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগে অভিযুক্ত করে এসেছে।
কিন্তু এখন ইউক্রেইন বাহিনী যদি প্রথমবারের মত তাদের ভূখন্ডে রাশিয়ার সামরিক যান আটক করা এবং এর ধ্বংসাবশেষ দেখাতে পারে তাহলে কিয়েভের বিরুদ্ধে অভিযোগের তালিকায় আরেক নতুন মাত্রা যোগ হবে। আর ক্রেমলিনের বিরুদ্ধে আসবে নতুন দফা নিষেধাজ্ঞা।
ইউক্রেইনের সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেনকো এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কিয়েভ বাহিনী সীমান্ত পারের সময় অন্ধকারে রাশিয়ার একটি সামরিক গাড়িবহর তুলে নিয়েছে।
লাইসেনকো বলেন, “যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে এবং ওই গাড়িবহরের একটি অংশ নেই,”।
রাশিয়া সরকার তাদের কোনো সশস্ত্র যান ইউক্রেইনে ঢোকার কথা অস্বীকার করেছে এবং ত্রাণ সরবরাহে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টার জন্য কিয়েভকে দোষারোপ করেছে। ইউরোপীয় দেশগুলোও ক্রেমলিনের বিরুদ্ধেই লড়াইয়ের বিস্তৃতি ঘটানোর অভিযোগ করেছে।
কিয়েভ এবং পশ্চিমা মিত্রদেশগুলো অতীতে বারবারই রাশিয়ার বিরুদ্ধে মস্কোর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগে অভিযুক্ত করে এসেছে।
কিন্তু এখন ইউক্রেইন বাহিনী যদি প্রথমবারের মত তাদের ভূখন্ডে রাশিয়ার সামরিক যান আটক করা এবং এর ধ্বংসাবশেষ দেখাতে পারে তাহলে কিয়েভের বিরুদ্ধে অভিযোগের তালিকায় আরেক নতুন মাত্রা যোগ হবে। আর ক্রেমলিনের বিরুদ্ধে আসবে নতুন দফা নিষেধাজ্ঞা।
ইউক্রেইনের সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেনকো এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কিয়েভ বাহিনী সীমান্ত পারের সময় অন্ধকারে রাশিয়ার একটি সামরিক গাড়িবহর তুলে নিয়েছে।
লাইসেনকো বলেন, “যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে এবং ওই গাড়িবহরের একটি অংশ নেই,”।
No comments:
Post a Comment