জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 14:20:13.0 BdST Updated: 2014-08-08 14:20:13.0 BdST
মাইকেল জ্যাকসনের মৃত্যুর পাঁচ বছর পর আবারও তার বিরুদ্ধে করা হল শিশু হয়রানির অভিযোগ। জেমস সেফচাক নামে এক ব্যক্তির দাবি, শৈশবে এই পপশিল্পীর যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।
আশির দশকে একটি পানীয়র বিজ্ঞাপনে জ্যাকসনের সঙ্গে কাজ করেন সেফচাক। তিনি দাবি করছেন ৪ বছর ধরে প্রায় শতবার হয়রানির শিকার হয়েছেন তিনি। তিনি আরও বলেন, নিয়মিত জ্যাকসনের শয্যাসঙ্গী হয়েছেন তিনি। এমনকি তিনি এও দাবি করছেন জ্যাকসন তাকে বিয়েও করেন এবং রীতি মেনে তার হাতে আংটি পড়িয়ে দেন।তাদের বিয়ের সনদও তৈরি করা হয়।
জ্যাকসনের সম্পত্তিতে অংশীদার হওয়ার অধিকার চেয়ে আদালতে নথি দায়ের করেছেন এই ব্যক্তি। সেই নথিতেই এসব অভিযোগের কথা উল্লেখ করা হয়।
এদিকে জ্যাকসনের পক্ষের এক আইনজীবী বলছেন, সেফচাকের দাবি আদালতে টিকবে না কারণ এর আগে কিং অফ পপের সঙ্গে এ ধরনের কিছু ঘটেনি বলেই জোর দিয়ে জানিয়েছিলেন এই ব্যক্তি।
৪ঠা সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
২০০৫ সালে গ্যাভিন আরভিজো নামে এক ১৩ বছরের কিশোর মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু হয়রানির অভিযোগ করে মামলা করে। মামলায় জ্যাকসন নির্দোষ প্রমাণিত হন।


No comments:
Post a Comment