‘মাটির ময়না’র মতো সিনেমায় আগ্রহী: ইভানা
জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-09 13:31:11.0 BdST Updated: 2014-08-09 17:15:38.0 BdST
নাচভিত্তিক একটি রিয়েলিটি শো জিতে পা রেখেছেন বিনোদনের জগতে, কিন্তু বলছেন ‘নাচানাচি’ করতে চান না। ইভানা নামের মেয়েটির সম্পূর্ণ মনোযোগ এখন নাটকের দিকে। যদিও খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছেন প্রথম সিনেমা ‘লাভ ইউ লাভ ইউ’-এর কাজ।
চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় সেরার খেতাব জেতা ইভানা গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় জানালেন, ছোট পর্দার নাটকে থিতু হয়ে তবেই সিনেমাতে নিয়মিত অভিনয়ের পরিকল্পনা করছেন তিনি।
ইভানা বলেন, “আমি আসলে প্রথম সিনেমার জন্য মোটেই তৈরি ছিলাম না। পরিচালক ইরানী বিশ্বাস প্রথমে তার সিনেমার জন্য পরী মনি, পরে সায়লা সাবিকে নির্বাচন করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে দ্বন্দ্বে পরিচালক তাদের বাদ দিয়ে দ্বারস্থ হন ইমপ্রেস টেলিফিল্মের। ইমপ্রেস টেলিফিল্ম আমাকে এই সিনেমার জন্য সুযোগ করে দেন।”
ইভানা প্রথম সিনেমা ‘লাভ ইউ লাভ ইউ’তে নায়ক হিসেবে পাচ্ছেন শ্রাবণ খান শুভকে। ঢাকাই সিনেমার এই নবাগত নায়কের ‘তোমার সুখে আমার সুখ’ ‘তোমারই আছি তোমারই থাকব’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
বাণিজ্যিক ধাঁচের সিনেমার ব্যপারে তেমন ‘আগ্রহ’ নেই বলেও জানালেন ইভানা।
“মারামারি, নাচানাচি নির্ভর বাণিজ্যিক সিনেমার প্রতি আমার আগ্রহ নেই। আমার আগ্রহ বিকল্পধারার সিনেমার প্রতি। ‘মাটির ময়না’র মতো সিনেমা হলে আমি তাতে অভিনয় করতে আগ্রহী। বাস্তবধর্মী কাহিনি নিয়ে নির্মিত সিনেমাতে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই।
আরও জানালেন, ইরানী বিশ্বাস পরিচালিত ‘ইল্টুস বিল্টুস’ নামে একটি হাস্যরসাত্মক টেলিফিল্মে ‘রঙিলা’ চরিত্রে অভিনয় করছেন এখন।


ইভানার প্রথম নাটক অঞ্জন আইচ পরিচালিত ‘অমাবস্যার চাঁদ’। সে নাটকে তিনি ‘মিমি পীরে’র চরিত্রে অভিনয় করেছেন। ইভানা আরও অভিনয় করেছেন রাসেল শিকদারের ‘সময়’, কৌশিক শঙ্কর দাসের ‘হারিয়ে যাওয়ার দিন’, গোলাম সোহরাব দুদুলের ‘সাতকাহন’, জাহিদ হাসানের ‘গ্রেট মিসটেক’ নাটকে।
অভিনয়ে ব্যস্ত হয়ে উঠলেও নাচ ছাঁড়তে চাননা ইভানা। নাচের দল সাধনার নিয়মিত এই পারফর্মার বললেন, “নাটক, সিনেমাতে যতই ব্যস্ত হই, নাচকেই আমি প্রাধান্য দেব। নাচের কারণে আমি সুযোগ পেয়েছি। বাংলাদেশের নৃত্যশিল্পকে আমি বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”


No comments:
Post a Comment