১০ দিনেই ২০০ কোটি
শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-04 17:51:09.0 BdST Updated: 2014-08-04 17:52:03.0 BdST
গত কয়েক বছর ধরেই ঈদ মৌসুমে সিনেমা মুক্তি দিয়ে বক্স-অফিসের শীর্ষ স্থানটি দখল করেছেন ভারতীয় অভিনেতা সালমান খান। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘কিক’ও ব্যবসা করছে দাপটের সঙ্গেই। বলিউডের বক্স অফিসে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয় করা কিক’ ছুঁয়ে ফেলেছে ২০০ কোটি রুপির মাইলফলকও, তাও আবার মুক্তির দশ দিনের মাথাতেই।
সেই সঙ্গে সিনেমাটির গায়ে লেগেছে সালমান খানের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তকমাও। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত প্রথম সিনেমা ‘কিক’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে ১৭৮ কোটি রুপি, আর পরবর্তী চারদিনে সে আয় বেড়ে দাঁড়িয়েছে ২১২ কোটি রুপিতে।
সিনেমাটি জমজমাট ব্যবসা করছে পাকিস্তানেও। ছুটির দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করে সিনেমাটি তুলে এনেছে ২ কোটি রুপি।
২৫ জুলাই ভারতের ৫০০০ সিনেমাহলে মুক্তি পায় সিনেমাটি। এছাড়া ফ্রান্স, জার্মানি, মরক্কো, মালদ্বীপসহ মোট ৪২টি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে।
এই সিনেমায় প্রথমবারের মত চোরের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন সালমান খান, পারফর্ম করেছেন বিপজ্জনক কিছু অ্যাকশন সিকোয়েন্সে।
সালমান খানের বিপরীতে দেখা গেছে শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। এছাড়াও অভিনয় করেছেন রানদিপ হুডা, নাওয়াজউদ্দিন সিদ্দিকি ও মিঠুন চক্রবর্তী। তেলেগু সিনেমা ‘কিক’ এর এই রিমেইকের চিত্রনাট্য লেখেছেন সাজিদ নাদিদওয়ালা এবং ‘থ্রি মিসটেকস অফ মাই লাইফ’ ও ‘টু স্টেটস’ খ্যাত লেখক চেতান ভাগাত।


No comments:
Post a Comment