দলে আমার অবস্থান নিয়ে জল্পনা বন্ধ হোক ॥ প্রিয়াঙ্কা
লোকসভা ভোটে শোচনীয় হারের পরে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ঘরে-বাইরে। এমনকি দলেরও অনেকে তাঁর যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে তুলে আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এ পরিস্থিতিতে প্রিয়াঙ্কা আজ নিজেই বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে এ সব আলোচনা নেহায়েতই জল্পনা। এ সব এবার বন্ধ হওয়া উচিত। আনন্দবাজার পত্রিকা অনলাইন। কংগ্রেস রাজনীতিতে প্রিয়াঙ্কাকে নিয়ে জল্পনা নতুন নয়। দলের নবীন ও প্রবীণদের একটা বড় অংশই তাঁকে রাহুলের তুলনায় যোগ্য বলে মনে করেন। কংগ্রেসের সাধারণ কর্মী-সমর্থকরা রাজীবকন্যার মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান। তাই মাঝে মধ্যেই ‘প্রিয়াঙ্কাকে লাও’ স্লোগান শোনা যায় কংগ্রেস সদর দফতরের সামনে। লোকসভা ভোটের সময়ও সেই দাবি উঠেছিল। তখনও প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি নিজেকে রায়রবেলি এবং অমেথির মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তার বাইরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অভিপ্রায় এখন তাঁর নেই। প্রিয়াঙ্কার এখন মুখ খোলার কারণ রাহুল শিবিরের এক নেতার মতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি!
ভারতীয় সেই সৈন্যকে ফেরত দিল পাকিস্তান
কাশ্মীরে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় নদীতে ভেসে আসা এক ভারতীয় সৈন্যকে শুক্রবার হস্তান্তর করেছে পাকিস্তান। সৈন্যটি বিতর্কিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে ভেসে যায়। খবর বিবিসি।
চেনাব নদীতে সেনাদলের সঙ্গে টহল দেয়ার সময় বুধবার এ ঘটনা ঘটে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) শীর্ষ কর্মকর্তা এএস টোমার তোমর বিবিসিকে জানান, যাদব চেনাব নদীতে নৌকায় উঠার সময় পা পিছলে পড়ে যান এবং উত্তাল স্রোতে পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ডে ভেসে যান।
পাকিস্তানী সৈন্যরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। যাদব জানান, ‘পাকিস্তানী সৈন্যরা আমাকে সর্বোতভাবে সহযোগিতা করেন। আমি খুবই সন্তুষ্ট তাঁদের ওপর।’
ভারতীয় সেই সৈন্যকে ফেরত দিল পাকিস্তান
কাশ্মীরে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় নদীতে ভেসে আসা এক ভারতীয় সৈন্যকে শুক্রবার হস্তান্তর করেছে পাকিস্তান। সৈন্যটি বিতর্কিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে ভেসে যায়। খবর বিবিসি।
চেনাব নদীতে সেনাদলের সঙ্গে টহল দেয়ার সময় বুধবার এ ঘটনা ঘটে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) শীর্ষ কর্মকর্তা এএস টোমার তোমর বিবিসিকে জানান, যাদব চেনাব নদীতে নৌকায় উঠার সময় পা পিছলে পড়ে যান এবং উত্তাল স্রোতে পাকিস্তানের কাশ্মীর ভূখণ্ডে ভেসে যান।
পাকিস্তানী সৈন্যরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। যাদব জানান, ‘পাকিস্তানী সৈন্যরা আমাকে সর্বোতভাবে সহযোগিতা করেন। আমি খুবই সন্তুষ্ট তাঁদের ওপর।’
No comments:
Post a Comment