Saturday, August 16, 2014

চলতি মাসে একাধিক আসামির বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ যুদ্ধাপরাধী বিচার

চলতি মাসে একাধিক আসামির বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ
যুদ্ধাপরাধী বিচার
বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলতি মাসেই এক বা একাধিক আসামির বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে তদন্ত সংস্থা। ইতোমধ্যে সংগঠন হিসেবে জামায়াত ও ব্যক্তিসহ মোট ১৯টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এখন তাদের হাতে ডজনখানেক মামলা তদন্তাধীন। তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, চলতি মাসে এক বা তার অধিক মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।
তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক জনকণ্ঠকে বলেছেন, আমাদের হাতে অনেক অভিযোগ আছে। বর্তমানে প্রায় ডজনখানেক মামলার তদন্ত করা হচ্ছে। এর মধ্যে গুরুত্ব বিবেচনা করে চলতি মাসে কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত সংস্থায় নতুন তদন্ত কর্মকর্তা যোগ দেয়ার পরেই নতুন মামলার তদন্ত শুরু হবে। মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পর মামলার তদন্ত করতে হচ্ছে, একটু সময় লাগবেই। তবু আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে স্বল্পসময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেয়া যায়।
উল্লেখ্য, এখন যাদের বিরুদ্ধে তদন্ত চলছে -নেত্রকোনা জেলার মুসলীম লীগ নেতা আতাউর রহমান ননি, নেজামে ইসলামের ওবায়দুল হক তাহের, পটুয়াখালীর ফোরকান মল্লিক, বাগেরহাটের কসাই রাজাকার সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, খান আকরাম হোসেন, আব্দুল লতিফ তালুকদার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রুস্তম আলী, আমজাদ মিনা,যশোরের মাওলানা সাখাওয়াত হোসেন, আল্বদর বাহিনীর উদ্যোক্তা মোহাম্মদ আশরাফ হোসেন, কিশোরগঞ্জের মোঃ নাসির এবং আতাউর রহমান।

No comments:

Post a Comment