বেলুনে উড়িয়ে খাবার পাচার
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট, ২০১৪
বেলুনে উড়িয়ে পাচার হচ্ছে খাবার। দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মীরা উত্তর কোরিয়ার বুভুক্ষু মানুষদের জন্য বেলুনে করে খাবার পাঠাচ্ছেন। তারা হিলিয়াম বেলুনে করে চকো পাই নামে এক ধরনের চকলেট স্নাকস সীমান্তের ওপারে শ্রমিকদের জন্য পাঠাচ্ছেন। উত্তর কোরীয় শ্রমিকদের কাছে এ চকলেট অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। কারণ, তারা এই চকলেট সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে কাঁচা টাকা পেয়ে থাকেন। যেখানে পিয়ংইয়ংয়ে এগুলো কয়েকগুণ বেশি দামে বিক্রি হয়। ইন্টারনেট।
No comments:
Post a Comment