HOT 'শীলা'-কে ঠাণ্ডা করতে মাত্র ৩১টি AC!
এইসময় ডিজিটাল ডেস্ক: বার্ধক্যেও রক্তের উষ্ণতা কমেনি কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতার। তাঁর ছেড়ে যাওয়া বাংলো থেকে উদ্ধার হল ৩১টি এয়ার কন্ডিশনার ও ১৫টি ডেজার্ট কুলার। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাণ্ডকারখানা দেখে চোখ কপালে সিপিডব্লিউডি আধিকারিকদের।
২০১৩ সালে নির্বাচনে ভরাডুবি হওয়ার পর ৩ নম্বর মোতিলাল নেহরু মার্গের সাড়ে তিন একর জমির উপর তৈরি চার ঘরের বাংলো ছাড়তে হয় তিন বারের দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ঠিকানা বদলে ফিরোজশাহ রোডে ২০০০ বর্গ ফিটের ফ্ল্যাটে তিনি উঠে যান। 'কর্মসূত্রে' বর্তমানে অবশ্য তিনি বসবাস করছেন কেরলের রাজভবনে। ১৯২০ সালে তৈরি পুরোন বাংলোটিতে এবার এসে ওঠার কথা গদিচ্যুত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। ৩৫ লক্ষ টাকা খরচ করে সেই কারণে পুরোদমে চলেছে বাংলো মেরামতির কাজ।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া ব্যবহার্যের তালিকা দেখে হতবাক সিপিডব্লিউডি কর্তারা। জানা গিয়েছে, বাংলো থেকে মিলেছে ৩১টি এসি মেশিন, ১৫টি ডেজার্ট কুলার, ২৫টি হিটার, ১৬টি এয়ার পিউরিফায়ার, ১২টি গিজার সহ বিলাসবহুল জীবনযাপনের অজস্র উপকরণ। হিসেব বলছে, শীলা মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বাংলোয় বিদ্যুতের কাজের জন্য ব্যয় হয়েছিল মোট ১৬.৮১ লক্ষ টাকা।
উদ্ধার হওয়া গেজেট কী কাজে লাগবে? সিপিডব্লিউডি জানিয়েছে, ইতিমধ্যে বেশ কিছু সরকারি দপ্তরে সেগুলি ব্যবহার করতে পাঠানো হয়েছে। বাকি জিনিস রাখা রয়েছে গুদামে, যাতে পরবর্তীকালে সেগুলি ব্যবহার করা যায়।
২০১৩ সালে নির্বাচনে ভরাডুবি হওয়ার পর ৩ নম্বর মোতিলাল নেহরু মার্গের সাড়ে তিন একর জমির উপর তৈরি চার ঘরের বাংলো ছাড়তে হয় তিন বারের দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ঠিকানা বদলে ফিরোজশাহ রোডে ২০০০ বর্গ ফিটের ফ্ল্যাটে তিনি উঠে যান। 'কর্মসূত্রে' বর্তমানে অবশ্য তিনি বসবাস করছেন কেরলের রাজভবনে। ১৯২০ সালে তৈরি পুরোন বাংলোটিতে এবার এসে ওঠার কথা গদিচ্যুত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। ৩৫ লক্ষ টাকা খরচ করে সেই কারণে পুরোদমে চলেছে বাংলো মেরামতির কাজ।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া ব্যবহার্যের তালিকা দেখে হতবাক সিপিডব্লিউডি কর্তারা। জানা গিয়েছে, বাংলো থেকে মিলেছে ৩১টি এসি মেশিন, ১৫টি ডেজার্ট কুলার, ২৫টি হিটার, ১৬টি এয়ার পিউরিফায়ার, ১২টি গিজার সহ বিলাসবহুল জীবনযাপনের অজস্র উপকরণ। হিসেব বলছে, শীলা মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বাংলোয় বিদ্যুতের কাজের জন্য ব্যয় হয়েছিল মোট ১৬.৮১ লক্ষ টাকা।
উদ্ধার হওয়া গেজেট কী কাজে লাগবে? সিপিডব্লিউডি জানিয়েছে, ইতিমধ্যে বেশ কিছু সরকারি দপ্তরে সেগুলি ব্যবহার করতে পাঠানো হয়েছে। বাকি জিনিস রাখা রয়েছে গুদামে, যাতে পরবর্তীকালে সেগুলি ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment