মিয়ানমারে নতুন করে বৌদ্ধ-মুসলিম সংঘর্র্ষ পুলিশের গুলি
মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের রাস্তায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘর্ষ থামাতে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে বুধবারের গুলিবর্ষণ করেছে পুলিশ। এতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয় এর আগে শহরে মুসলিমদের মালিকানাধীন দোকান ও মসজিদে আক্রমণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের দেশটিতে গত দুই বছর ধরে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংতার খবর প্রায়ই পাওয়া যাচ্ছে। দুই বছর আগের সহিংসতায় সহস্রাধিক ব্যক্তি নিহত ও প্রায় দেড় লাখ মানুষ ঘর ছাড়া হয়। যাদের অধিকাংশই মুসলিম। জানিয়েছেন, এক মুসলিম চা দোকানী বৌদ্ধ এক নারীকে ধর্ষণ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একদল উত্তেজিত লোক মুসলিম এলাকাটির কাছে জড়ো হয়। পুলিশ এসে দু’পক্ষের মধ্যে অবস্থান নিয়ে বৌদ্ধদের সরিয়ে দিতে চেষ্টা করে। বৌদ্ধরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় বলে তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে বৌদ্ধরা দোকানপাট ভাংচুর করে ও গাড়িতে আগুন দেয় বলে জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment