Friday, July 25, 2014

আমার বন্ধু বেবী মওদুদ নির্মলেন্দু গুণ

আমার বন্ধু বেবী মওদুদ

নির্মলেন্দু গুণ | ২৬ জুলাই ২০১৪ ২:০৭ পূর্বাহ্ন
baby.gifদ্বিতীয়বারের মতো বিএসসি পরীক্ষায় ফেল করার পর ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ১৯৬৭ সালে আমি বাংলায় অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বাংলা বিভাগে পড়ার সুবাদে আমার বেশ ক’জন নতুন বন্ধু-বান্ধবী জোটে। আমার সহপাঠী ও সহপাঠিনীদের মধ্যে যাদের সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে একজন ছিলেন তৎকালীন মস্কোপন্থী ছাত্র ইউনিয়ন নেত্রী বেবী মওদুদ।
১৯৬৮ সালের ২৯ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জেল-পলাতক খুনী জেমস আর্ল রে-র হাতে গুলিবিদ্ধ হয়ে মেম্ফিসে নিহত হলে বিশ্বজুড়ে একটা তীব্র মার্কিন-বিরোধী জনরোষ তৈরি হয়। আমরা ক’জন সাম্রাজ্যবাদ-বিরোধী তরুণ কবি তখন মার্টিন লুথার কিংকে শ্রদ্ধা জানিয়ে ‘শ্বেতাঙ্গের শরে বিদ্ধ’ ( আমার লেখা কবিতাটির নাম অনুসারে) নামে একটি মার্কিন-বিরোধী কবিতাপত্র প্রকাশ করি। ঐ কবিতা সংকলনটির সম্পাদক ছিলেন আতিকুল ইসলাম খোকন আর বেবী মওদুদ ছিলেন প্রকাশক। ঐ চটি সংকলনটিতে আমার, আবুল হাসান, হুমায়ুন কবির, সেলিম সারওয়ার ও সেলিম আল দীনের কবিতা ছাপা হয়েছিলো। ড. আনিসুজ্জামান তখন দৈনিক পাকিস্তানের সাহিত্য পাতায় ঐ সংকলনটির আলোচনা করেছিলেন। আমার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড আমার কণ্ঠস্বরগ্রন্থে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
তাঁর মৃত্যু পর্যন্ত আমাদের সেই বন্ধুত্ব অটুট ছিলো।
আমি শান্তিনিকেতনের আদলে আমার গ্রামে কাশবন বিদ্যানিকেতন গড়ে তোলার জন্য কাজ করছি জেনে, এমপি থাকাকালে কাশবন বিদ্যানিকেতনের সাহায্যার্থে তিনি চার টন চাল ও নগদ ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন। দুঃসময়ে সেটা আমাদের খুব কাজে লেগেছিলো। সময় করে আমার স্বপ্নের কাশবন পরিদর্শনের আশাও তিনি ব্যক্ত করেছিলেন।
কিন্তু তা আর সম্ভব হলো না। আজ তাঁর মৃত্যুর ভিতর দিয়ে আমাদের ৪৭ বছরের বন্ধুত্বের চির অবসান ঘটলো।
Flag Counter

প্রতিক্রিয়া (০) »

এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি
আর এস এস

আপনার প্রতিক্রিয়া জানান

 
প্রতিক্রিয়া লেখার সময় লক্ষ্য রাখুন:
১. ছদ্মনামে করা প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত পরিচয়ের সূত্রে করা প্রতিক্রিয়া গৃহীত হবে না। বিষয়সংশ্লিষ্ট প্রতিক্রিয়া জানান।
২. বাংলা লেখায় ইংরেজিতে প্রতিক্রিয়া বা রোমান হরফে লেখা বাংলা প্রতিক্রিয়া গৃহীত হবে না।
৩. পেস্ট করা বিজয়-এ লিখিত বাংলা প্রতিক্রিয়া ব্রাউজারের কারণে রোমান হরফে দেখা যেতে পারে। তাতে সমস্যা নেই।
 
 
 
 

     মাউস ক্লিকে বাংলা লেখার জন্য ত্রিভুজ প্যাড-এর 'ভার্চুয়াল কীবোর্ড' ব্যবহার করুন

No comments:

Post a Comment