Wednesday, July 9, 2014

বিজেপির সভাপতি অমিত শাহ

বিজেপির সভাপতি অমিত শাহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই, ২০১৪
ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে অভাবিত সাফল্যের পুরস্কার পেলেন অমিত শাহ। পরবর্তী বিজেপি সভাপতি পদে তারই নাম ঘোষণা করলেন রাজনাথ সিং। বুধবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে তার নামেই সিলমোহর লাগানো হয়। এর পরই আনুষ্ঠানিক ঘোষণা হয় অমিত শাহর নামের। মঙ্গলবারই সভাপতি পদের জন্য অমিত শাহর নাম অনুমোদন করেছে আরএসএস।
অমিত শাহর সভাপতি হওয়ার পর বিজেপিতে এই প্রথমবার সরকার ও দলের প্রধান হিসেবে থাকছেন গুজরাটের দুই নেতা। একসময় উত্তর ভারত বা গোবলয়ের দল বলে পরিচিত ছিল বিজেপি। সেখানে এবার পশ্চিমাঞ্চলের গুজরাটের দাপট শুরু হল। এ কথাও আবার প্রমাণিত হল যে, বিজেপিতে এখন মোদিই শেষ কথা। অমিত শাহকে মোদিই সভাপতি হিসেবে চেয়েছিলেন, কারণ সেটা হলে দল পুরোপুরি মোদির নিয়ন্ত্রণে এসে যাবে। দলে লালকৃষ্ণ আদভানির কোনো প্রভাবই কার্যত থাকবে না। ফলে দলের তরফে অন্তত কোনো মোদি-বিরোধিতার সম্ভাবনা থাকবে না।
এর আগে সভাপতি হিসেবে হিমাচল প্রদেশের নেতা জেপি নাড্ডাকে বেছেছিল আরএসএস। টিএনএন।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/10/120941#sthash.lB7IDVvf.dpuf

No comments:

Post a Comment