Tuesday, March 25, 2014

Mohammad Ahsanul Karim বাংলাদেশে কোন মাহাথিরের প্রয়োজন নেই, চাইলে শেখ হাসিনাও পারবে

বাংলাদেশে কোন মাহাথিরের প্রয়োজন নেই, চাইলে শেখ হাসিনাও পারবে

প্রাচীনকালের রোম রাষ্ট্র-যুক্তরাষ্ট্র-সাম্রাজ্যের সম্মৃদ্ধি ও বিস্তারের প্রধান কারণ হলো, মুল রোম রাষ্ট্র/রাজ্যটি ৯টি অঞ্চলে (বিভাগ) বিভক্ত থাকা ও দুইকক্ষ সংসদব্যবস্থা। ওয়েলস্, স্কটল্যান্ড ও ইংল্যান্ড একত্রীভুত হলে ৯টি বিভাগ ভিত্তিক ও দুইকক্ষ সংসদব্যবস্থা হওয়ায় গ্রেটবৃটেন বিশ্বের সবচেয়ে সম্মৃদ্ধিশীল রাষ্ট্রে পরিনত হয়। দুইকক্ষ সংসদব্যবস্থা ও ১৯০৫ সালে ৮টি অঞ্চলে (বিভাগ) বিভক্তির পরে জাপান বিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে সম্মৃদ্ধিশীল রাষ্ট্রে পরিনত হয়। ১৯৬১ সালে জেলা-উপজেলা পুনর্গঠনসহ ৯টি বিভাগে (সরকারবিহীন প্রদেশে) বিভক্তির পরে দক্ষিণ কোরিয়া বিংশ শতাব্দীর শেষভাগে বিশ্বের সবচেয়ে সম্মৃদ্ধিশীল রাষ্ট্রে পরিনত হয়। সংলগ্ন এলাকা ১০টি প্রদেশে বিভক্ত ও দুইকক্ষ সংসদব্যবস্থা হওয়ায় ১৯৫০ উত্তর পশ্চিম জার্মানী এবং ৯টি প্রদেশে বিভক্তি ও দুইকক্ষ সংসদব্যবস্থা হওয়ায় ১৯৬০ উত্তর মালয়েশিয়া বিশ্বের অন্যতম সম্মৃদ্ধিশীল যুক্তরাষ্ট্রে পরিনত হয়।

স্বৈরমুখী রাষ্ট্রব্যবস্থা থেকে মুক্তি এবং সমৃদ্ধিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্যে গ্রেটবৃটেন-জাপান-জার্মানী-কোরিয়া-মালয়েশিয়ার আলেকে থানাগুলোকে মহকুমায় (উপজেলা) ও মহকুমাগুলোকে জেলায় এবং বাংলাদেশকে ৯টি বিভাগে ও ইউনিয়ন (পল্লী) এলাকাকে ৯টি ওয়ার্ডে পুনর্গঠণের জন্যে সরকারের কাছে প্রস্তাব রাখি। ১৯৮৪ সালে ৬৪টি জেলা গঠনের পরে প্রস্তাবমত ৯টি বিভাগে বিভক্ত বিভাগ-জেলা-উপজেলা-ইউনিয়নের সমন্বয়ে বাংলাদেশের রাষ্ট্র-অবকাঠামো সুষম-গণতন্ত্রমুখী হবে। এতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর স্থানীয় বিভাজন ও জাতীয় সমন্বয়ের রূপ সুষম গণতান্ত্রিক হতো এবং সকলক্ষেত্রে উদার, নৈতিক ও সৃজনশীল চেতনার বিকাশের ধারা হবে। বাংলাদেশের বাজার প্রতিষ্ঠানের কেন্দ্রকাঠামো সুষম প্রতিযোগী হবে এবং সুষম আয়-বন্টনসহ ৫ বছরেই জিডিপির গড় প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে ৯%-এর ঊর্দ্ধে উন্নীত হবে।

তাই আসুন স্বৈরবাদ, সন্ত্রাসবাদ, মোল্লাবাদ, হরতালবাদ, দলীয়বাদ ও দূনীতিবাদ রাজনীতির অভিশাপ থেকে মুক্ত উদার, নৈতিক ও সৃজনশীল তথা সম্মৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। এজন্যে ১৯৮২ থেকে গণতন্ত্রমুখী উপজেলা-জেলা-বিভাগ গঠনের ধারাবাহিকতায় নিচের জরুরী পুনর্গঠনগুলোসহ ১৬শ সংশেধনী এবং স্বল্পসময়ে প্রথমে দ্বিতীয়কক্ষের নির্বাচনের জন্যে সোচ্চার হন --

* যুক্তরাষ্ট্র-ফ্রান্স-জাপান-রাশিয়ার আদলে দুইকক্ষ সংসদব্যবস্থা চালু করা;
* দ্বিতীয়কক্ষ ভিত্তিক অন্তর্বর্তীকালীণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা;
* ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগ গঠন করা;

No comments:

Post a Comment