Tuesday, March 25, 2014

সন্ত্রসী ও জঙ্গী সংগঠন জামায়াত ঈসলামী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছিল সেঈ যুদ্ধাপরাধের ৭ অভিযোগ চূরান্ত হয়েছে । এখন শুধু নিষিদ্ধ হবার অপেক্ষায় আছি । যত দ্রুত নিষিদ্ধ হবে ততোঈ দেশ ও জাতির জন্য মঙ্গলজনক । তবে স্থায়ীভাবে নিষিদ্ধের ব্যাবস্থা গ্রহন করতে হবে যেন কোন অপশক্তি তাদের আর সুযোগ দিতে না পারে ।

সন্ত্রসী ও জঙ্গী সংগঠন জামায়াত ঈসলামী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছিল সেঈ যুদ্ধাপরাধের ৭ অভিযোগ চূরান্ত হয়েছে । এখন শুধু নিষিদ্ধ হবার অপেক্ষায় আছি । যত দ্রুত নিষিদ্ধ হবে ততোঈ দেশ ও জাতির জন্য মঙ্গলজনক । তবে স্থায়ীভাবে নিষিদ্ধের ব্যাবস্থা গ্রহন করতে হবে যেন কোন অপশক্তি তাদের আর সুযোগ দিতে না পারে ।
ইতিহাসের কলঙ্ক মোচনের অধ্যায় শুরু, সাথে থাকুন।
গ্রামে-গঞ্জে, মাঠে ময়দানে, পাড়ায় মহল্লায়, শহরে শহরে সোচ্চার থাকুন
জামাত-বিএনপির প্রোপাগন্ডা, মিথ্যাচার, বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসের জবাব দিন
মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে অংশগ্রহণ করুন।

No comments:

Post a Comment