Tuesday, March 25, 2014

Ali Ashraf স্বাধীনতা দিবস প্রথম সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবস
প্রথম সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি
"প্রথম সরকারের প্রতি আমরা বিন্দুমাত্র শ্রদ্ধা প্রকাশ করিনি। আমাদের প্রথম সরকারকে ইয়াহিয়া খান বলত: ভারতের লেলিয়ে দেওয়া কুত্তা। কেউ কেউ এখনও ইয়াহিয়া খানের মতো করে বলে: প্রবাসী সরকার। “ভারতের” আর “প্রবাসী” শব্দদ্বয়ের মধ্যের পার্থক্য যতোটুকু ইয়াহিয়া খান এবং “প্রবাসী" বলনেওয়ালাদের মধ্যে পার্থক্য ততটুকুই। ইয়াহিয়া খান যা বলত খোলাখুলি, স্বাধীনতার পর তাঁর পালিত লোকরা তাই বলে একটু প্যাঁচমেরে। কেউ কেউ আবার বলে “অস্থায়ী”। সূর্যকে কেন অস্থায়ী বলা হবে না? নশ্বর এই পৃথিবীতে সব কিছু অস্থায়ী হলেও আমাদের প্রথম সরকারের কাজ খুবই স্থায়ী। অস্থায়ী বলে আমাদের প্রথম সরকারকে তুচ্ছ তাচিছল্য করা ফালতু লোকদের দৌরাত্মেই দেশের আজ এ দুরবস্থা। আরও পরিতাপের বিষয় কেউ কেউ আবার আমাদের প্রথম সরকারকে বলে- “মুজিবনগর সরকার”। আমরা কি এখনকার সরকারকে “গুলিস্তানে”র সরকার বলি? প্রথম সরকার শুধুমাত্র অস্থায়ীভাবে একটি পাড়ার সরকার ছিল- এই কথাই আমাদের শোনানো হয়েছে বিগত ৩৬ বছর। এর ফলাফল হচ্ছে বিশ্বের কোথাও আমাদের কোন মর্যাদা নেই।"১৬/১২/০৭
*
‘জাতীয় চার নেতা’ বলাকে না বলুন
আমরা আমাদের পূর্বসূরিদের যথাযথ সম্মান না দেখালে আমরাও আমাদের উত্তরসূরিদের কাছ থেকে সম্মান আশা করতে পারি না। পিতাকে সম্মান না দেখিয়ে কেউ সন্তানের কাছ থেকে সম্মান আশা করতে পারে না। পিতাকে ‘এক জন মানুষ’ বলা পিতাকে অস্বীকার করা। নিজের প্রবীণ শিক্ষককে ‘এক জন বৃদ্ধ’ বলা শিক্ষককে অস্বীকার করা। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান ছিলেন যথাক্রমে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্র এবং ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী। প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রীসহ প্রথম অর্থমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘জাতীয় চার নেতা’ বলা তাঁদের পরিচয়কে অস্বীকার করা। গণধিকৃত এরশাদকে বলা হয় ‘সাবেক রাষ্ট্রপতি’ কিন্তু সৈয়দ নজরুল ইসলামকে বলা হয় ‘জাতীয় নেতা’! মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সম্মুন্নত রাখুন এবং ‘জাতীয় চার নেতা’ বলাকে না বলুন। ১০/১২/০৯
*
১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার
অস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
মন্ত্রিপরিষদ সদস্য :
*১. ক্যাপটেন এম. মনসুর আলী [প্রথম অর্থমন্ত্রী]
* ২. খন্দকার মোশতাক আহমেদ [পররাষ্ট্রমন্ত্রী]
*৩. এ. এইচ. এম কামারুজ্জামান [ প্রথম স্বরাষ্ট্র এবং ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী]
Like ·  ·  · 21 seconds ago

No comments:

Post a Comment