Tuesday, March 25, 2014

বিরোধী দলের কাজ হল সংসদে উপস্থিত থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করা ও ভাল কাজের প্রশংসা করা । কিন্তু বিরোধী দল যদি রেকর্ড সৃষ্টি করা অনুপস্থিতি দেখায়, তাহলে এমন নখ দন্তহীন বিরোধী দলের কোন দরকারই নেই ।

বিরোধী দলের কাজ হল সংসদে উপস্থিত থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করা ও ভাল কাজের প্রশংসা করা । কিন্তু বিরোধী দল যদি রেকর্ড সৃষ্টি করা অনুপস্থিতি দেখায়, তাহলে এমন নখ দন্তহীন বিরোধী দলের কোন দরকারই নেই ।
৪১৮ কার্যদিবসের মধ্যে ৩৪২ দিন: ৮২ শতাংশ সময় সংসদ বর্জন, কিন্তু বেতন-ভাতা-সুবিধাদি গ্রহণ। এটা কি নৈতিক?

No comments:

Post a Comment