Tuesday, March 25, 2014

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নির্যাতন ৫০ শতাংশ বৃদ্ধি

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নির্যাতন ৫০ শতাংশ বৃদ্ধি
​​



যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা এক বছরের ব্যবধানেই ৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর রয়টার্স’র।
পেন্টাগণ জানায়, ২০১৩ অর্থ বছরে যৌন নির্যাতনের ঘটনা ৫ হাজার ছাড়িয়েছে।এর আগে ২০১৩ সালের প্রথম নয় মাসের প্রাথমিক হিসেবে বলা হয়েছিল, আগের বছরের একই সময়ের তুলনায় যৌন নির্যাতনের ঘটনা ৪৬ শতাংশ বেড়েছে।প্রেসিডেন্ট বারাক ওবামা সামরিক বাহিনী যৌন নির্যাতন সমস্যা সমাধানের নির্দেশ দেয়ার এক সপ্তাহ পরই এই তথ্য প্রকাশিত হলো।

প্রথাগতভাবেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নির্যাতনের সব ঘটনা নথিভুক্ত হয় না।সম্প্রতি কংগ্রেসে পেশ করা পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে অযাচিত যৌন যোগাযোগের সংখ্যা ছিল ২৬ হাজার। ২০১২ সালে এই সংখ্যা ছিল ১৯ হাজার।

No comments:

Post a Comment