বারাণসীতে মোদীর মুখোমুখি লড়বেন কেজরিই
এই সময় ডিজিটাল ডেস্ক--- বারণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবেন অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। মঙ্গলবার কেজরিওয়াল জানিয়েছেন, অন্য কেউ নন, মোদীর বিরুদ্ধে লড়বেন তিনি নিজেই।
এদিন সকালে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন কেজরিওয়াল। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ধেয়ে আসে কালি। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। এরপরই একটি জনসভায় কেজরিওয়াল ঘোষণা করেন, ' হ্যাঁ, আমি দাঁড়াচ্ছি মোদীর বিরুদ্ধে। ওঁকে হারাব এই বিশ্বাস আমার আছে। দয়া করে মোদীকে ভোট দেবেন না। মোদী বলেন, তাঁর নাকি কোনও পরিবার নেই। তাহলে কেন এত দুর্নীতি করেন তিনি? '
পরোক্ষে বিজেপি -কংগ্রেস আতাঁতের অভিযোগও তিনি তুলেছেন। তাঁর প্রশ্ন, সোনিয়া গান্ধী রোহুল, কপিল সিব্বলদের কি কখনও কালো পতাকা দেখিয়েছে বিজেপি? মোদীকেও কংগ্রেস কখনও কালো পতাকা দেখাননি।
মোদীকে বিতর্কে আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, ' উনি কারও সঙ্গেই কথা বলেন না। হেলিকপ্টারে আসেন, তাতে করেই চলে যান। উনি দেশের মানুষের সঙ্গে কথা বলছেন না। এর অর্থ একটাই, উনি নিশ্চিত ভাবে কিছু লুকানোর চেষ্টা করছেন। '
এদিন সকালে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন কেজরিওয়াল। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ধেয়ে আসে কালি। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। এরপরই একটি জনসভায় কেজরিওয়াল ঘোষণা করেন, ' হ্যাঁ, আমি দাঁড়াচ্ছি মোদীর বিরুদ্ধে। ওঁকে হারাব এই বিশ্বাস আমার আছে। দয়া করে মোদীকে ভোট দেবেন না। মোদী বলেন, তাঁর নাকি কোনও পরিবার নেই। তাহলে কেন এত দুর্নীতি করেন তিনি? '
পরোক্ষে বিজেপি -কংগ্রেস আতাঁতের অভিযোগও তিনি তুলেছেন। তাঁর প্রশ্ন, সোনিয়া গান্ধী রোহুল, কপিল সিব্বলদের কি কখনও কালো পতাকা দেখিয়েছে বিজেপি? মোদীকেও কংগ্রেস কখনও কালো পতাকা দেখাননি।
মোদীকে বিতর্কে আহ্বান জানিয়ে কেজরিওয়াল বলেন, ' উনি কারও সঙ্গেই কথা বলেন না। হেলিকপ্টারে আসেন, তাতে করেই চলে যান। উনি দেশের মানুষের সঙ্গে কথা বলছেন না। এর অর্থ একটাই, উনি নিশ্চিত ভাবে কিছু লুকানোর চেষ্টা করছেন। '
No comments:
Post a Comment