Tuesday, March 25, 2014

বারাণসীতে কেজরির ওপর ছোড়া হল ডিম, কালিও

বারাণসীতে কেজরির ওপর ছোড়া হল ডিম, কালিও
arvind
এই সময় ডিজিটাল ডেস্ক: বারাণসীতে কেজরিওয়ালের ওপর ডিম ছুড়ল বিজেপি কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, তাঁর সভার আগে তাঁর ওপর কালিও ছোড়া হয়।

এদিন শিবগঙ্গা এক্সপ্রেসে বারাণসী পৌঁছন কেজরিওয়াল। ভোজুবীরের টেগোর টাউন কলোনিতে এক আপ কর্মীর বাড়ি গেলে সেখানেও, তাঁর বিরুদ্ধে 'ফিরে যাও'-এর স্লোগানও দেন বিজেপি কর্মী-সমর্থকরা। এর পর তিনি যখন বিশ্বেশ্রগঞ্জের কাল ভৈরব মন্দির পৌঁছন সেখানেও বিজেপি-র তরফে ক্ষোভ প্রদর্শন করা হয়। এর পর আপ কর্মী-সমর্থকরাও বিজেপি-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ হস্তক্ষেপ করলে, বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যেও ধাক্কাধাক্কি হয়।

কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে তাঁর ওপর ডিম ছোড়েন বিক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন বেনিয়াবাগে রোড শো-র পর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বেনিয়াবাগে রোজ শো-র আগে তাঁর ওপর কালি ছোড়া হয়।

No comments:

Post a Comment