Wednesday, March 26, 2014

টিকল না আপত্তি, ‘টাফ’ কেন্দ্রে দিদির প্রচারসঙ্গী হচ্ছেন দেব

টিকল না আপত্তি, ‘টাফ’ কেন্দ্রে দিদির প্রচারসঙ্গী হচ্ছেন দেব

mamata
সুমন বটব্যাল

মেদিনীপুর: ব্ল্যাক মাম্বার সঙ্গে লড়াই নাকি রাজনীতির রণাঙ্গণে টক্কর? কোনটা বেশি শক্ত? একবাক্যে দ্বিতীয়টিতেই ভোট দিচ্ছেন দীপক অধিকারী ওরফে রাজু৷ ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব৷ আর সেই শক্ত টক্করকে আরও শক্ত করে তুলছেন তৃণমূল নেতৃত্ব৷ স্থির করা হয়েছে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঘাটাল ছেড়ে দেবকে পাঠানো হবে মুখ্যমন্ত্রীর প্রচারসঙ্গী হিসেবে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্তত দশটি লোকসভা কেন্দ্রে তাঁকে নিয়ে প্রচার করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টেলিফোনে স্বয়ং তিনিই সে কথা জানিয়েছেন দেবকে৷ অভিনেতার আপত্তি ফুত্‍কারে উড়িয়ে তিনি সাফ জানিয়েছেন এ বারের ভোটে এই প্রাণোচ্ছ্বল বাঙালি যুবকের তুমুল জনপ্রিয়তাই হতে চলেছে তাঁর তুরূপের তাস৷ দেবের নির্বাচনী আহ্বায়ক তথা ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুই মঙ্গলবার 'এই সময়'কে জানান, 'রাজ্যের একাধিক জেলার অন্তত দশটি লোকসভা কেন্দ্রে প্রচারে যাবেন দিদি৷ ওঁর সঙ্গে যাবেন দেব৷ টেলিফোনে দেবকে দিদি অনুরোধ করেছেন৷ দেব রাজিও হয়েছে৷ ও আমাকে বলল, দিদি যখন বলেছে, যেতে তো হবেই৷ তবে কোন কোন কেন্দ্রে ওঁরা যাচ্ছেন, সেটা এই মুহূর্তে বলতে পারছি না৷'

তৃণমূল সূত্রের খবর, প্রথমে এই প্রস্তাবে দেব নিমরাজি ছিলেন৷ রাজনীতিতে অনভিজ্ঞ অভিনেতা ভাবছিলেন বেশি সময় দেবেন নিজের কেন্দ্রেই৷ কিন্ত্ত সে কথায় কান দিতে নারাজ তৃণমূলনেত্রী৷ আমতা আমতা করে দেব দিদিকে জানিয়েছিলেন, 'আমি তো প্রথমবার প্রার্থী হলাম৷ সবকিছু ভালো করে জানিও না৷ আমাকে এলাকাতেই মনোযোগ দিতে দাও৷' নাছোড় মমতা প্রত্যুত্তরে জানিয়ে দিয়েছেন দেবের উপর তাঁর অগাধ আস্থার কথা৷ বলেছেন, 'দেব, আমি বলছি তুই জিতবিই৷ কোনও অঘটন ঘটার সুযোগই নেই৷ রাজ্যে যে ক'জন রেকর্ড ভোটে জিতবে তাদের মধ্যেও সবথেকে বেশি ভোট পাবি তুই৷' এ কথায় আর নারাজ হয়ে থাকতে পারেননি দিদির রাজু৷ হো হো করে হেসে বলেছেন, 'দিদি তুমি পারও বটে৷'

কিন্ত্ত প্রশ্ন উঠছে অন্যত্র৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের দাবি, রাজ্যে পালাবদলের পর তিন বছরে পাহাড় থেকে জঙ্গলমহলে উন্নয়নের বন্যা বইয়েছে তৃণমূল সরকার৷ তা হলে প্রচারে সেই ফ্যাক্টর কেন ব্যাকসিটে? কেন ফিল্মস্টারের জনপ্রিয়তাকে হাতিয়ার করে লড়তে হচ্ছে মা-মাটি-মানুষের নেত্রীকে? মমতা-ঘনিষ্ঠ রাজ্যস্তরের এক নেতার কথায়, 'লোকসভায় এ বারে তৃতীয় শক্তি ফ্যাক্টর হবেই৷ তাতে তৃণমূলকে যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় তা হলে লোকসভায় আসন বাড়াতে হবে৷ সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এবারকার লড়াইটা চতুর্মুখী৷ কিছু আসনে জিত সত্যিকারের টাফ৷ সেগুলো বের করে আনতে হলে নতুন প্রজন্মের নেতা দরকার৷ দেব সেই কাজটাই করবে৷' তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক মৃগেন মাইতির ব্যাখ্যা, 'দেব শুধু ফিল্মস্টার নয়, স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক৷ যুবশক্তির প্রতীক৷ রাজনীতিতে ও কতটা সাবলীল তার প্রমাণ রেখেছে নিজের গ্রামে পা দিয়েই৷ এমন ছেলেই দেশের কারিগর হিসেবে চাই, যে দলমত নির্বিশেষে মানুষের হয়ে কাজ করবে৷' কাজেই অধীর চৌধুরী, দীপা দাশমুন্সির মতো প্রবল প্রতিদ্বন্দ্বি যে সব জায়গায় রয়েছেন, সেই সব 'টাফ' কেন্দ্রের ভোট টানতে মমতার প্রচারের হেডলাইট হয়ে উঠতে চলেছেন দেব৷ এমনকি সুচিত্রা-তনয়ার প্রচারেও দেখা দিতে পারেন দীপক অধিকারী৷ ন'বারের সাংসদকে হারিয়ে দিদির প্রার্থীকে জিতিয়ে আনার দায়িত্বটা যে তাঁর তরুণ কাঁধেই ন্যস্ত!
http://eisamay.indiatimes.com/state/mamata-and-dev/articleshow/32709512.cms

No comments:

Post a Comment