Wednesday, March 26, 2014

বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নিল কেপিপি

বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নিল কেপিপি

kpp
শিলিগুড়ি: মোর্চার পর কামতাপুর পিপলস পার্টির (কেপিপি) সমর্থনও পেয়ে গেল বিজেপি৷ যদিও তৃণমূলকেই সমর্থন করতে চেয়েছিল উত্তরবঙ্গের রাজবংশী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আন্দোলনরত দলটি৷ কিন্তু তৃণমূলের রাজ্য নেতৃত্ব সেই প্রস্তাবকে আমলই দেননি বলে কেপিপি সূত্রে জানা গিয়েছে৷ ফলে লোকসভা নির্বাচনে নিজেদের প্রাসঙ্গিক রাখার জন্য বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা৷

জলপাইগুড়িতে সোমবার সাংবাদিক বৈঠকে কেপিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায় বলেন, 'লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রতিটি আসনে এবং কুমারগ্রাম বিধানসভা উপনির্বাচনে আমরা বিজেপি প্রার্থীদের সমর্থন জানাব৷ ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পাল্টা কেপিপি প্রার্থী মৃণাল রায়কে সমর্থন করবে বিজেপি৷' নয়া সঙ্গী পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির শক্তি আরও কিছু বাড়ল বলে মনে করা হচ্ছে৷ কেননা, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই রাজবংশী জনগোষ্ঠীতে কেপিপির কিছু না কিছু প্রভাব রয়েছে৷

যদিও সিপিএম কিংবা তৃণমূল মনে করে, উত্তরবঙ্গের রাজবংশী সমাজে কেপিপির এখন তেমন কোনও প্রভাব নেই৷ জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিজয়ভূষণ বর্মন বলেন, 'কেপিপির পক্ষে কোনও জনসমর্থন নেই৷ তাই তারা কাকে সমর্থন করল, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না৷' সিপিএমের দার্জিলিং জেলা কমিটির কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকারের দাবি, 'উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় আমাদের সঙ্গেই রয়েছে৷ কেপিপি নেতাদের বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না৷'

বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি দীপেন প্রামাণিককে পাশে বসিয়ে কেপিপি সভাপতি অতুল রায় বলেন, 'ক্ষমতায় এলে বিজেপি আমাদের ভাষা এবং রাজ্যের দাবি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে৷' যদিও ঘরোয়া আলাপচারিতায় কেপিপি নেতারা স্বীকার করেছেন, একই সঙ্গে তৃণমূল ও বিজেপির সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন তাঁরা৷ কিন্ত্ত তৃণমূলকে সমর্থন করাই ছিল তাঁদের অগ্রাধিকার৷ তৃণমূল নেতৃত্ব পাঠানো সেই প্রস্তাব সম্পর্কে কোনও সাড়া না-পেয়ে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে৷

মোর্চা সমর্থন জানানোয় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি অন্যতম শক্তি হয়ে উঠেছে৷ বিজেপি নেতৃত্ব আশা করছে, কেপিপির সমর্থন পাওয়ায় উত্তরবঙ্গের প্রতিটি লোকসভা আসনেই তাঁদের ভোট বাড়বে৷ কেপিপির জলপাইগুড়ি জেলা সভাপতি সুনীল রায় বলেন, 'আমাদের কর্মীরা উত্তরবঙ্গের প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারও করবেন৷'
http://eisamay.indiatimes.com/state/kpp-will-support-bjp/articleshow/32654866.cms?

No comments:

Post a Comment