Wednesday, March 19, 2014

মোদীকে ‘সত্‍‌ ’ বলেনি, দাবি উইকিলিকস -এর

মোদীকে ‘সত্‍‌ ’ বলেনি, দাবি উইকিলিকস -এর
WIKILEAKS
নয়াদিল্লি: ২০১১ সালে আন্তর্জাতিক হুইস্ল -ব্লোয়ার ওয়েবসাইট উইকিলিকস -এ ফাঁস হওয়া মার্কিন নথিতে নাকি বলা হয়েছে, মোদী 'সততায় অটল' এবং 'ভারতের একমাত্র সত্‍‌ রাজনীতিক'৷ সোশ্যাল মিডিয়ায় এমন একটা পোস্টার গত কয়েক দিন ধরেই শেয়ার হচ্ছিল বিজেপি-র বিভিন্ন সমর্থকদের প্রোফাইল ও পেজে৷ সোমবার টুইটারে বিবৃতি দিয়ে সেই দাবি নস্যাত্‍‌ করল খোদ উইকিলিকস৷

ওয়েবসাইটটির বক্তব্য, কোনও উইকিলিকস নথিতে এমন বলা হয়নি যে মোদী 'সততায় অটল'৷ যা বলা হয়েছে তা হল, মোদীর জনপ্রিয়তার কারণ তাঁর সত্‍‌ ভাবমূর্তি৷যে পোস্টারটি গত কয়েক দিন ধরে শেয়ার করা হচ্ছে, তাতে উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে উদ্ধৃত করা হয়েছে৷ দাবি, আমেরিকা মোদীকে ভয় পায় কারণ তিনি সততায় অটল৷

উইকিলিকস-এর অবশ্য বক্তব্য, এই উদ্ধৃতির বিন্দুমাত্র সারবত্তা নেই৷ তাদের প্রকাশ করা নথিতে শুধুমাত্র এইটুকু বলা হয়েছিল যে ভারতে মোদী জনপ্রিয়৷ তার কারণ হিসেবে তাঁর সত্‍‌ ভাবমূর্তির কথা উল্লেখ করা হয়৷ উপরন্ত্ত এই উক্তির প্রকৃত দাবিদার নাকি রাজকোটের কংগ্রেস নেতা মনোহরসিং জাদেজা৷ উল্লিখিত মার্কিন নথিটিতে দেখা যাচ্ছে, জাডেজা স্বীকার করে নিচ্ছেন মোদীর জনপ্রিয়তার কারণেই গুজরাটে কংগ্রেসের আসর জমানো কঠিন হবে৷ জাডেজাকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'মোদীর সাফল্য অস্বীকার করার উপায় নেই৷ তিনি অত্যন্ত জনপ্রিয় এবং আজকাল বহু মুসলিমও তাঁর সমর্থনে এগিয়ে আসছেন৷' এর কারণ হিসেবে জাডেজা উল্লেখ করেছেন জনমানসে মোদীর ভাবমূর্তির কথায়, জাডেজার বক্তব্য, মোদীকে এমন একজন মানুষ হিসেবে দেখা হয় যিনি পুরোপুরি সত্‍‌ , কোনও ভাবেই তাঁর উপর কলঙ্কলেপন করা যায় না৷ কাজেই মোদী যত দিন গুজরাটে আছেন, তত দিন কংগ্রেসের পক্ষে সেখানে ভালো ফল করা মুশকিল৷

উইকিলিকস-এর এই দাবির কারণে বিজেপি যতটা অস্বস্তিতে পড়বে, প্রায় ততটাই অসুবিধায় পড়তে পারে গুজরাট প্রদেশ কংগ্রেসও৷ লোকসভা ভোটের আগে দলীয় নেতার এমন মন্তব্য প্রকাশ পাওয়ায় কর্মী-সমর্থকদের মনোবল খুব একটা বাড়াবে বলে মনে হয় না৷ --- সংবাদসংস্থা৷

No comments:

Post a Comment