Saturday, March 22, 2014

আর্থিক স্বচ্ছলতায় শীর্ষে মোদীর রাজ্য

আর্থিক স্বচ্ছলতায় শীর্ষে মোদীর রাজ্য

নয়াদিল্লি: ভোটের আগে কিছুটা হলেও পাল্লা ভারি হল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর৷ এক সমীক্ষায় ২০১৩ সালের অর্থনৈতিক স্বচ্ছলতা এবং বিনিয়োগ বান্ধব রাজ্যের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে গুজরাট৷ এর আগে ২০০৫ সালে এই সমীক্ষা করা হয়েছিল৷ সে সময় গুজরাট তালিকার পঞ্চম স্থানে ছিল৷ ২০০৫ সাল থেকে একধাপ এগিয়ে ২০১৩ সালে তালিকার সপ্তদশ স্থানে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ৷ অর্থাত্‍, তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে বিনিয়োগ সম্পর্কিত বিধিনিষেধ অনেক শিথিল হয়েছে৷ একই সঙ্গে শ্রমিক অসন্তোষের পরিমাণ কমেছে৷ প্রথিতযশা অর্থনীতিবিদ অশোক গুলাটি, বিবেক দেবরায়, লবনীশ ভাণ্ডারি এবং সাংবাদিক স্বামিনাথন আয়ার এই সমীক্ষা করেছেন৷ সমীক্ষায় বিভিন্ন রাজ্যের আইনি কাঠামো, বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ, নিয়ম, সম্পত্তির অধিকারের সুরক্ষা, শ্রমিক অবস্থান প্রভৃতি বিষয়গুলির উপর ভিত্তি করে স্কোর দেওয়া হয়েছে রাজ্যগুলিকে৷ যে রাজ্যের বিনিয়োগ নীতি যত শিথিল সেই রাজ্য তালিকায় তত উপরের দিকে স্থান পেয়েছে৷ সমীক্ষায় গুজরাটের স্কোর ০.৬৫ পয়েন্ট (০ থেকে ১ পয়েন্টের মধ্যে)৷ 

গুজরাটের পরেই সব থেকে সমৃদ্ধ হয়েছে অন্ধ্রপ্রদেশ৷ রাজ্যের স্কোর ২০০৫-এর ০.৪০ পয়েন্ট থেকে বেড়ে ০.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে৷ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশ৷ কিন্ত্ত, ২০০৫ সালে প্রথম স্থানে থাকলেও ২০১৩য় দ্বিতীয় স্থানে নেমে গেছে তামিলনাড়ু৷ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের স্থান৷ 

তালিকার সব থেকে নিচে রয়েছে বিহার৷ ২০০৫ সালেও বিহারের স্থান একই জায়গায় ছিল৷ 'নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিহারের প্রভূত উন্নতি হলেও দীর্ঘদিন ধরেই তালিকার নিচে রয়েছে রাজ্যটি,' ইকোনমিক ফ্রিডম অফ দ্য স্টেটস অফ ইন্ডিয়া- ২০১৩ শীর্ষক সমীক্ষায় জানানো হয়েছে৷ সব থেকে খারাপ অবস্থা ঝাড়খণ্ডের৷ ২০০৫ সালে অষ্টম স্থানে থাকলেও ২০১৩ সালে তালিকার অষ্টাদশ স্থানে নেমে এসেছে এই প্রতিবেশি রাজ্যটি৷ উন্নয়ন সূচক ০.৪০ পয়েন্ট থেকে কমে ০.৩৩ পয়েন্ট হয়েছে৷ অন্যদিকে, সব থেকে উন্নতি হয়েছে ছত্তিশগঢে়র৷ ২০০৫ সালে ষষ্ঠদশ স্থান থেকে ২০১৩য় অষ্টম স্থানে উঠে এসেছে রাজ্যটি৷ আট বছরের ব্যবধানে রাজস্থানও দ্বাদশ স্থান থেকে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে৷ পঞ্জাব সপ্তম স্থান থেকে দ্বাদশ স্থানে নেমে গিয়েছে৷ 

No comments:

Post a Comment