মুম্বই: মুল্যবৃদ্ধির লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া নিয়ে এখনও সরকাররে সঙ্গে কথা চলছে বলে শুক্রবার জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন৷ তিনি যে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধি বেঁধে দেওয়ার পক্ষে, সে কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন৷ তিনি বলেন, 'খুচরো পণ্যে মূল্যবৃদ্ধি আমাদের কমাতেই হবে৷ যে পর্যায়েই তা নামুক না কেন, বছরের শেষে তা ৮ শতাংশ হতেই হবে এবং দ্বিতীয় বছরের শেষে তা ৬ শতাংশে নামাতে হবে৷' ফেব্রুয়ারি মাসে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ ও পাইকারি পণ্যে ৪.৭৮ শতাংশ৷
কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিচালিত ইন্দিয়া গান্ধী ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট রিসার্চের সমাবর্তনে রাজন বলেন, 'আমরা এখনও পর্যন্ত মূল্যবৃদ্ধি বেঁধে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করিনি৷ উরজিত্ প্যাটেল কমিটি এ ব্যাপারেই পরামর্শ দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক তা গ্রহণ করেনি৷' পাইকারি পণ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের চেয়ে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপরেই তিনি বেশি করে জোর দিচ্ছেন৷ তাঁর ব্যাখ্যা, 'রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে আমরা উরজিত্ প্যাটেল কমিটির পরামর্শ খতিয়ে দেখছি৷ কয়েকটি বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথাও হয়েছে৷ কয়েকটি দিক নিয়ে সরকারের সঙ্গে কথাও হয়েছে৷ মানিটারি পলিসি কমিটি তৈরি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মতো কয়েকটি বিষয় নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলে উপায় খুঁজছি৷'
তাঁর কথায়, 'দীর্ঘ মেয়াদে সকলেই বুঝতে পারবেন৷ লোককে বোকা বানানো যায় না, অতিরিক্ত কোনও বৃদ্ধি হবে না, অন্য কোনও জায়গায় বৃদ্ধি হলেও মূল্যবৃদ্ধি বাড়িয়ে তা সম্ভব নয়৷' মূল্যবৃদ্ধির সঙ্গে ক্রমাগত লড়াই করতে হলে স্বল্প মেয়াদে বৃদ্ধির উপরে তার প্রভাব পড়ে বলে মেনে নিয়েছেন রাজন৷ তিনি বলেন, 'স্বল্প মেয়াদে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার দাম দিতে হতে পারে বৃদ্ধিকে৷ কিন্ত্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করলে দীর্ঘ মেয়াদে তা স্থায়ী বৃদ্ধির সহায়ক হয়৷' মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপরে জোর দিচ্ছেন রাজন৷ সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চার বার সুদের হার বাড়িয়েছেন৷ আগামী ১ এপ্রিল তিনি ঋণনীতি ঘোষণা করবেন৷
কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিচালিত ইন্দিয়া গান্ধী ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট রিসার্চের সমাবর্তনে রাজন বলেন, 'আমরা এখনও পর্যন্ত মূল্যবৃদ্ধি বেঁধে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করিনি৷ উরজিত্ প্যাটেল কমিটি এ ব্যাপারেই পরামর্শ দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক তা গ্রহণ করেনি৷' পাইকারি পণ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের চেয়ে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপরেই তিনি বেশি করে জোর দিচ্ছেন৷ তাঁর ব্যাখ্যা, 'রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে আমরা উরজিত্ প্যাটেল কমিটির পরামর্শ খতিয়ে দেখছি৷ কয়েকটি বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথাও হয়েছে৷ কয়েকটি দিক নিয়ে সরকারের সঙ্গে কথাও হয়েছে৷ মানিটারি পলিসি কমিটি তৈরি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মতো কয়েকটি বিষয় নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলে উপায় খুঁজছি৷'
তাঁর কথায়, 'দীর্ঘ মেয়াদে সকলেই বুঝতে পারবেন৷ লোককে বোকা বানানো যায় না, অতিরিক্ত কোনও বৃদ্ধি হবে না, অন্য কোনও জায়গায় বৃদ্ধি হলেও মূল্যবৃদ্ধি বাড়িয়ে তা সম্ভব নয়৷' মূল্যবৃদ্ধির সঙ্গে ক্রমাগত লড়াই করতে হলে স্বল্প মেয়াদে বৃদ্ধির উপরে তার প্রভাব পড়ে বলে মেনে নিয়েছেন রাজন৷ তিনি বলেন, 'স্বল্প মেয়াদে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার দাম দিতে হতে পারে বৃদ্ধিকে৷ কিন্ত্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করলে দীর্ঘ মেয়াদে তা স্থায়ী বৃদ্ধির সহায়ক হয়৷' মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উপরে জোর দিচ্ছেন রাজন৷ সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি চার বার সুদের হার বাড়িয়েছেন৷ আগামী ১ এপ্রিল তিনি ঋণনীতি ঘোষণা করবেন৷
No comments:
Post a Comment