স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-03-26 16:27:56.0 BdST Updated: 2014-03-26 17:48:50.0 BdST
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডিসপ্লের সময় বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ বলেন, “এটি একটি শক্তিশালী পটকা।”
জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় স্বাধীনতা বিরোধী চক্র এ বিস্ফোরণ ঘটায়।
আহত শিক্ষার্থীরা হলো জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিশা, আয়শা, জহুরা বেগম জবা, লাবণ্য ও রেশমা।
তাদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার আখতারা বেগম জানান, আঘাতপ্রাপ্ত এবং আতঙ্কিত হবার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। স্যালাইন দেয়া হচ্ছে। শ্রীঘ্রই তারা সুস্থ হয়ে উঠবে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক মাহবুবুল হক সাউদ, আশরাফিয়া জাহান, জাহেরীন বেগম ও আখতারা বেগম জানান, ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে জসিমিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল।
দুপুর দেড়টার সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লেতে মানব পতাকা তৈরি করে।
এ সময় হঠাৎ করেই মানব পতাকার উপর বাইরে থেকে বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়।
এতে ওই ৫ শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।
মাঠে সমবেতরা আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকলে অনুষ্ঠান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসনের লোকজনের সহযোগিতায় আধাঘণ্টা পর অনুষ্ঠান ফের শুরু হয়।
তবে এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন ইউএনও শেখ বেলায়েত হোসেন।
তার দাবি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হয়েছে।
No comments:
Post a Comment