Sunday, March 23, 2014

দু'বার ভোট দিতে বলে বিতর্কে পাওয়ার

দু'বার ভোট দিতে বলে বিতর্কে পাওয়ার

pawar
এই সময় ডিজিটাল ডেস্ক: একই ব্যক্তিকে দু'বার ভোট দানের 'পরামর্শ' দিয়ে বিতর্কে জড়ালেন এনসিপি সভাপতি এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। এক মন্ত্রীর এহেন মন্তব্য ভারতীয় নির্বাচনী আইনের নির্দেশ এবং পরামর্শেরও উলঙ্ঘন করেছে। আইনে এক ব্যক্তির একটি ভোট দানের কথাই বলা রয়েছে।

নভি মুম্বইয়ের এপিএমসি মার্কেটে মাঠাদি কর্মীদের একটি সভায় বিতর্কিত মন্তব্যটি করেন শরদ পাওয়ার। ১৭ এপ্রিল সাতারায় এনসিপি-কে ভোট দেওয়ার পর, সেই কালি মুছে ২৪ এপ্রিল ফের নভি মুম্বইতে দলকে ভোট দেওয়ার কথা বলেন শরদ পাওয়ার।

বিজেপি নেতা বিনোদ তাওদে পাওয়ারের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, মুখ্য নির্বাচনি আধিকারিক এবং নির্বাচন কমিশনে সভার সিডি জমা দেবেন।

মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সাতারায় অধিকাংশ মাঠাদি কর্মীদের বাস। এই সাতারাই এনসিপি-র দুর্গ। উল্লেখ্য, ২০০৯-এর লোকসভা নির্বাচনে খুব কম মার্জিনে হাটকানাঙ্গলে এবং কোলাপুর আসন দু'টি হারায় বিজেপি।

No comments:

Post a Comment