Sunday, March 23, 2014

ভোটের আগে আইএমের চার জঙ্গি গ্রেপ্তার

ভোটের আগে আইএমের চার জঙ্গি গ্রেপ্তার

Waqas
এই সময় ডিজিটাল ডেস্ক, যোধপুর, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই দেশে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল দিল্লি পুলিশ। রবিবার রাজস্থানের যোধপুর ও জয়পুর থেকে মোট চারজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, এই চার জন ইন্ডিয়ান মুজাহিদ্দিন জঙ্গি সংগঠনের সদস্য। ভোটের আগে গেশের গুরত্বপূর্ণ এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, যোধপুর থেকে ১ ও জয়পুর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সন্দেহভাজন চারজনের মধ্যে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের শীর্ষ কমান্ডার ওয়াকস রয়েছে। ওয়াকস ছাড়া দুজন রাজস্থানের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ও বাকি একজন স্বমধ্যপুর এলাকার বাসিন্দা। যে জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়, সেখান থেকে প্রচুর বিস্ফোরকও উদ্ধার করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, ২৪ বছর বয়সী ওয়াকস পাকিস্তানের বাসিন্দা। ২০১০ সালের সেপ্টম্বর মাসে প্রথম ভারতে আসে। ওই মাসেই পুণে জার্মান বেকারি বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মূল অভিযুক্ত ইয়াসিন ভাটকলকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াসিন ভাটকলের খুবই ঘনিষ্ঠ এই ওয়াকস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওয়াকস বিস্ফোরণে ব্যবহৃত ইলেকট্রনিক্সের কাজগুলির দায়িত্বে ছল। ২০১০ সালে জামা মসজিদ বিস্ফোরণ, ২০১০সালে ডিসেম্বর মাসে বারণসী বোমা বিস্ফোরণ, ২০১১ সালে মুম্বই বিস্ফোরণ, ২০১২ সালের অগস্ট মাসে পুণে বিস্ফোরণ ও হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের মতো ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিল ওয়াকস। তাকে ধরতে তার মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 

No comments:

Post a Comment