মারা গেলেন খুশবন্ত সিং
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে মারা গেলেন খ্যাতনামা সাংবাদিক এবং সাহিত্যিক খুশবন্ত সিং। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লির লোধি শ্মশানে বৃহস্পতিবার বিকেল ৪টের সময়।
পাকিস্তানের হাদালিতে জন্ম হলেও তাঁর বাকি জীবন কেটেছে ভারতে। তাঁর লেখা ট্রেন টু পাকিস্তান, আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গল এবং দিল্লি সমকালিন ক্লাসিকের মর্যদা পেয়েছে। ২০০২ প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালিস।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সাংসদের পদ সামলেছেন সমান দক্ষতায়। ১৯৭৪ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। কিন্তু ১৯৮৪ সালে তিনি তা ফিরিয়ে দেন স্বর্ণ মন্দিরে হওয়া ঘটনার প্রতিবাদ স্বরূপ। ২০০৭ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়।
পাকিস্তানের হাদালিতে জন্ম হলেও তাঁর বাকি জীবন কেটেছে ভারতে। তাঁর লেখা ট্রেন টু পাকিস্তান, আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গল এবং দিল্লি সমকালিন ক্লাসিকের মর্যদা পেয়েছে। ২০০২ প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালিস।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সাংসদের পদ সামলেছেন সমান দক্ষতায়। ১৯৭৪ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। কিন্তু ১৯৮৪ সালে তিনি তা ফিরিয়ে দেন স্বর্ণ মন্দিরে হওয়া ঘটনার প্রতিবাদ স্বরূপ। ২০০৭ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়।
No comments:
Post a Comment